ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভোলায় সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভ

প্রকাশিত: ১৪:৩৩, ২ ডিসেম্বর ২০২০

ভোলায় সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে তৃতীয় দিনের মতো ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বুধবার বেলা ১২ টায় ভোলা প্রেসক্লাবের সামনে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক আবিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব। জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম তুহিনর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন,ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এনামুল হক আরজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, সাইফুল ইসলাম বাবু,মাকসুদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, পাকিস্তানের দোষর ধর্মকে অপব্যাখা দিয়ে কিছু কূচক্রী মহল দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করছে। স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সারাদেশে হবে। এতে কোন ষড়যন্ত্রই কাজে আসবে না । যারা এসব করছে , কটুউক্ত করে তদের আইনের আওতায় আনার দাবি জানান। এর আগে গত ২ দিন যুবলীগ ও ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
×