ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের ৬ শহরে করোনা বহনকারী শনাক্ত করবে মার্কিন সিডিসি

প্রকাশিত: ২৩:৫৫, ২ ডিসেম্বর ২০২০

বাংলাদেশের ৬ শহরে করোনা বহনকারী শনাক্ত করবে মার্কিন সিডিসি

জনকণ্ঠ ডেস্ক ॥ ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই মাসের মধ্যে বাংলাদেশের ছয়টি প্রধান শহরে কোভিড-১৯ বহনকারী শনাক্ত করতে একটি সেরোলজিক্যাল জরিপ চালু করতে যাচ্ছে। সিডিসির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড. মাইকেল ফ্রিডম্যান আরেকটি সংবাদ সংস্থাসহ বিশেষ সাাতকারে বাসসকে বলেন, এই গবেষণার ফলাফল আমাদের আরও অনেক তথ্য দেবে। ফ্রিডম্যান বলেন, এই জরিপে বাংলাদেশের জনসংখ্যার শতকরা হার সম্পর্কে ইঙ্গিত পাওয়া যাবে, যারা ততণে তাদের রক্তের সিরামে কোভিড-১৯ এন্টিবডি তৈরি করেছে। তিনি বলেন, এই গবেষণা দক্ষিণ এশিয়ার দেশটিতে সম্ভাব্য মহামারী পরিস্থিতি সম্পর্কে জানা যাবে বলে আশা করা হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট ও রংপুরে জরিপ চালাতে ছয় সপ্তাহ সময় লাগবে। ফ্রিডম্যান আরও বলেন, আমরা আশা করছি জানুয়ারির শেষে ফলাফল পাওয়া যাবে। বাংলাদেশের মহামারী, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং ঢাকা ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ (আইসিডিডিআর,বি) এর আগে অক্টোবর মাসে প্রায় একই গবেষণায় দেখা গেছে ঢাকার প্রায় ৪৫ শতাংশ বাসিন্দা করোনাভাইরাস এন্টিবডি বহন করছে।
×