ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নবেম্বরে রেমিটেন্স বেড়েছে ৩৩ শতাংশ

প্রকাশিত: ২৩:৪৬, ২ ডিসেম্বর ২০২০

নবেম্বরে রেমিটেন্স বেড়েছে ৩৩ শতাংশ

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে উল্লম্ফন অব্যাহত রয়েছে। সদ্য সমাপ্ত নবেম্বর মাসে ২০৭ কোটি ৮০ লাখ ৪০ হাজার (২.০৮ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা। এই অঙ্ক গত বছরের নবেম্বরের চেয়ে ৩৩ দশমিক ৬৬ শতাংশ বেশি। ২০১৯ সালের নবেম্বরে রেমিটেন্স এসেছিল ১৫৫ কোটি ৫২ লাখ ডলার। খবর বিডিনিউজের। বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার রেমিটেন্সের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, চলতি অর্থবছরের পাঁচ মাসের চার মাসেই দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স দেশে এসেছে। সবমিলিয়ে প্রথম পাঁচ মাসে (জুলাই-নবেম্বর) এসেছে এক হাজার ৯০ কোটি ৪৪ লাখ (১০.৯০ বিলিয়ন) ডলার। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ৮ বিলিয়ন ডলার বা ৪১ দশমিক ৩২ শতাংশ বেশি। বাংলাদেশের ইতিহাসে পাঁচ মাসে এত রেমিটেন্স আগে কখনও আসেনি। গত পুরো অর্থবছরে যে রেমিটেন্স এসেছিল, তার ৬০ শতাংশ এবার পাঁচ মাসেই চলে এসেছে। মঙ্গলবার দিন শেষে রিজার্ভ ছিল ৪১ দশমিক ৪০ বিলিয়ন ডলার, যা অতীতের যে কোন সময়ের চেয়ে বেশি।
×