ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রমনা পার্ক উন্নয়ন কাজে ধীরগতি, অসন্তোষ সংসদীয় কমিটির

প্রকাশিত: ২২:৪২, ২ ডিসেম্বর ২০২০

রমনা পার্ক উন্নয়ন কাজে ধীরগতি, অসন্তোষ সংসদীয় কমিটির

সংসদ রিপোর্টার ॥ রাজধানীর রমনা পার্কের অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধির কাজে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ অসন্তোষের তথ্য জানা গেছে। বৈঠকে রমনা পার্ক এলাকার মসজিদ ছাড়া নকশা বহির্ভূত সব স্থাপনা, জরাজীর্ণ ভবন ও রেস্টুরেন্ট ভেঙ্গে কফিশপ নির্মাণের সুপারিশ করে কমিটি। এছাড়া কমিটি নক্সা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে দ্রুত বাস্তবায়ন ও শিশু পার্কের আধুনিকায়ন কাজ শেষ করার তাগিদ দিয়েছে। সংসদীয় কমিটির বৈঠকের নথি থেকে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে রমনা পার্ক উন্নয়নে নেয়া প্রকল্পে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করা হয়। ওই বৈঠকে কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছিলেন, দীর্ঘদিন ধরে অর্থ বরাদ্দসহ নক্সা প্রণয়নের কাজ চূড়ান্ত হলেও শুধু ওয়াকওয়ে নির্মাণের কাজ হয়েছে। পার্ক এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার থাকায় সেখানকার পরিবেশ প্রতিনিয়ত দূষিত হচ্ছে।
×