ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় ইতিহাসবিদ রতন লাল চক্রবর্তীর মৃত্যু

প্রকাশিত: ২২:৪১, ২ ডিসেম্বর ২০২০

করোনায় ইতিহাসবিদ রতন লাল চক্রবর্তীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বরেণ্য লেখক, গবেষক ও ইতিহাসবিদ অধ্যাপক রতন লাল চক্রবর্তী (৭১) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার রাতে রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জামাতা আব্দুল মালেক জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক রতন লাল চক্রবর্তী ডায়বেটিস ও কিডনিতে সমস্যাসহ নানা জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ৭ নবেম্বর তাকে পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অধ্যাপক রতন লালসহ তার পরিবারের সদস্যদের কোভিড-১৯ পরীক্ষা করালে সবার পজিটিভ ধরা পড়ে। পরে অধ্যাপক রতন লালের শারীরিক অবস্থার অবনতি হলে বেশ কিছুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) রাখা হয়। সোমবার রাত ১টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×