ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লোকসানের পরও লভ্যাংশ ঘোষণা করেছে ২ দশমিক ৫ শতাংশ

প্রকাশিত: ২০:৫৭, ২ ডিসেম্বর ২০২০

লোকসানের পরও লভ্যাংশ ঘোষণা করেছে ২ দশমিক ৫ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ লোকসানের মধ্যে পড়লেও পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন সনের পরিচালনা পর্ষদ ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ২.৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।
×