ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২১টি প্যাকেজের প্রণোদনা বাস্তবায়ন ৫৫ শতাংশ

প্রকাশিত: ২০:৩২, ২ ডিসেম্বর ২০২০

২১টি প্যাকেজের প্রণোদনা বাস্তবায়ন ৫৫ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনাভাইরাস বাস্তবতায় অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ঘোষিত ২১টি প্যাকেজের অধীনে দেয়া ১.২২ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ৫৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে দাবি অর্থ মন্ত্রণালয়ের। তবে এসএমইসহ দেশের প্রান্তিক মানুষের উন্নয়নে এ প্যাকেজ খুব বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারেনি বলে অভিযোগ করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি দেশের উৎপাদন ও সেবা খাতের উদ্যোক্তাদের বড় অংশই এ প্যাকেজ থেকে সুবিধা পাননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর জন্য সরকারের ব্যবস্থাপনার দুর্বলতা, দুর্নীতি ও ব্যাংকগুলোর অসহযোগিতাকে দায়ী করছেন অর্থনীবিদরা। সম্প্রতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সরকারের অর্থ বিভাগ আয়োজিত ‘স্টিমুলাস প্যাকেজেস ফর সাসটেইনেবল এ্যান্ড ইনক্লুসিভ রিকভারি ফ্রম কোভিড-১৯ ফলআউট ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের প্রথম পর্বে এসব বিষয় উঠে আসে। ওই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার। তিনি বলেন, ‘কোভিড-১৯ দক্ষতার সঙ্গে মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি। ব্যবসা-বাণিজ্য সচল রয়েছে। এখন পর্যন্ত এ ঋণের ৫৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে।’ তবে এসএমই ও কৃষি ঋণ বিতরণে ধীর গতির কথা স্বীকার করেছেন অর্থসচিব।
×