ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কালো টাকায় কর মিলেছে ৩৮১ কোটি টাকা

প্রকাশিত: ২০:৩১, ২ ডিসেম্বর ২০২০

কালো টাকায় কর মিলেছে ৩৮১ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার যে সুযোগ দিয়েছে সরকার, তাতে এখন পর্যন্ত খুব একটা সাড়া মেলেনি। এনবিআরের তথ্য অনুযায়ী, গত সোমবার পর্যন্ত মোট ৩ হাজার ৩৫৮ জন ঘোষণা দিয়ে কালো টাকা সাদা করেছেন। এ থেকে সরকার কর পেয়েছে ৩৮১ কোটি ৩১ লাখ টাকা। তবে এরা কারা তাদের নাম প্রকাশ করেনি এনবিআর। এনবিআরের কর্মকর্তারা বলেছেন, রিটার্ন জমার সময় বাড়ানোর ফলে এ তালিকা আরও দীর্ঘ হবে। কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত তালিকায় রাঘব বোয়ালদের মধ্যে উল্লেখযোগ্য কেউ নেই। বেশির ভাগই সাধারণ করদাতা। কিছু আছে পেশাজীবী। তবে শেষ সময়ে রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ প্রভাবশালীরা এই সুযোগ নিতে পারেন। নিয়ম অনুযায়ী, ১০ শতাংশ কর দিয়ে যে কেউ রিটার্নে কালো টাকা সাদা করার ঘোষণা দিতে পারেন। তার আয়ের উৎস জানতে চাইবে না এনবিআর। স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে আসছে সরকার। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মোটামুটি সাড়া পাওয়া গেলেও এরপর থেকে কোনবারই তেমন সাড়া পাওয়া যায়নি। দেশে-দেশের বাইরে ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে কয়েক বছর ধরে টাকা সাদা করার সুযোগ বন্ধ রাখে সরকার। তবে গত বাজেটে অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়। সম্প্রতি দেশ থেকে প্রতিবছর বিপলু পরিমাণ টাকা পাচার হচ্ছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে। সরকার মনে করছে, টাকা সাদা করার সুযোগ দিলে দেশ থেকে টাকা পাচার কমবে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে চলতি অর্থবছর ২০২০-২১ বাজেটে উন্মুক্তভাবে টাকা বৈধ করার সুযোগ দেয়া হয়। এবারের বাজেটে শেয়ারবাজার, নগদ টাকা, ব্যাংকে গচ্ছিত টাকাসহ সাত-আটটি খাতে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়। কেউ এসব খাতে ১০ শতাংশ কর দিয়ে যে কোন অঙ্কের টাকা সাদা করতে পারবেন। এনবিআর বা দুদকসহ অন্য কোন সরকারী গোয়েন্দা সংস্থা তার আয়ের উৎস সম্পর্কে প্রশ্ন করবে না।
×