ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোচ জেমি কোভিড নেগেটিভ হওয়ায় খুশি জাতীয় ফুটবল দল

প্রকাশিত: ১৯:৪৩, ১ ডিসেম্বর ২০২০

কোচ জেমি কোভিড নেগেটিভ হওয়ায় খুশি জাতীয় ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সূত্রে জানা গেছে কোভিড নেগেটিভ হয়ে কাল বুধবার সকালে কাতারগামী বিমানে চড়বেন জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে। সেখানে গিয়ে অবশ্য তাকে ২৪ ঘন্টার কোয়ারেন্টিনে থাকতে হবে। নেগেটিভ ফল আসায় জেমি বেজায় খুশি। আশা করছেন ৪ ডিসেম্বর ম্যাচে ডাগ আউটে দাঁড়াতে পারবো।' বাফুফে চেষ্টা করছে, যাতে জেমির কোয়ারেন্টাইন সময়টা কমিয়ে আনা যায়। এদিকে কাতার থেকে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান এক ভিডিও বার্তায় বলেছেন, সবচেয়ে গুড নিউজ কোচ জেমি কোভিড নেগেটিভ হওয়া। ২ ডিসেম্বর তিনি বিমানে কাতার আসছেন। তিনি যদি চার তারিখের ম্যাচে ডাগ আউটে থাকতে পারেন, তাহলে দলের জন্য সেটা হবে প্লাস পয়েন্ট। দলের ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন বলেন, কোচ জেমি সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছেন শুনে দলের সবাই খুব উৎফুল্ল। দলের ভারপ্রাপ্ত কোচ স্টুয়ার্ট ওয়াটকিস বলেন, প্রস্তুতি খুব ভাল হচ্ছে। সবকিছু ঠিকমতোই এগুচ্ছে। মঙ্গলবারের অনুশীলনে জোর দিয়েছি স্কোরিং এ্যাবিলিটির ওপর। জেমির কোভিড নেগেটিভ হওয়া এবং কাতারে চলে আসার সংবাদ শুনে ভাল লাগছে।
×