ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চূড়ান্ত পরীক্ষার দাবিতে জাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ১৮:৪৮, ১ ডিসেম্বর ২০২০

চূড়ান্ত পরীক্ষার দাবিতে জাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জাবি সংবাদদাতা ॥ স্নাতক চূড়ান্ত পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৫ ব্যাচের (২০১৫-১৬ সেশন) শিক্ষার্থীরা। আজ বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়। এসময় লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আমিরুল ইসলাম সুজন বলেন, “করোনার মহামারীর মধ্যে দেশের সবকিছু স্বাভাবিক নিয়মে চলছে। ইতোমধ্যে ৪৩ তম বিসিএসের সার্কুলারও প্রকাশিত হয়েছে। কিন্তু জাবি প্রশাসন চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। ফলে অনিশ্চয়তার মধ্যে পড়েছে জাবির চতুর্থ বর্ষের ২ হাজার শিক্ষার্থীর জীবন। আমরা চাই অবিলম্বে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি ঘোষণা করে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য দৃষ্টান্ত স্থাপন করুক।” এদিকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচীর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ তাদের সাথে আলোচনার জন্য ডাকেন বলে জানান দর্শন সংসদের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিহান। আলোচনায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ শিক্ষার্থীদের প্রতিনিধি দলকে জানান, শিক্ষার্থীদের স্মারকলিপির প্রেক্ষিতে উপাচার্য একটি প্রশাসনিক সভা ডেকে আলোচনা করেছেন। পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এখন একটি বিভাগীয় সভাপতিদের সভা, একটি ডিন্স্ কমিটির বৈঠক, একাডেমিক কাউন্সিলের সভা এবং সিন্ডিকেট সভা হলেই আমরা পরীক্ষার সময়সূচী প্রকাশ করতে পারবো। অবস্থান কর্মসূচি শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আগামী ৬ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুনির্দিষ্ট কোনো বক্তব্য না দিলে আমরা প্রশাসনিক ভবন অবরোধ করবো।
×