ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তিন মাসে খেলাপী ঋণ কমেছে ১৭২৬ কোটি টাকা

প্রকাশিত: ০১:৩০, ১ ডিসেম্বর ২০২০

তিন মাসে খেলাপী ঋণ কমেছে ১৭২৬ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের মার্চ থেকে করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও নানা খাতে এক প্রকার সঙ্কট তৈরি হয়। এই সঙ্কটকালে ঋণ খেলাপীদের আরও সুবিধা দেয় সরকার। সরকারী সুবিধার ফলে ডিসেম্বর পর্যন্ত কিস্তি না দিলেও খেলাপী হিসেবে চিহ্নিত করা হচ্ছে না। যার ফলে গত তিন মাসের ব্যবধানে খেলাপী ঋণের পরিমাণ এক হাজার ৭২৬ কোটি টাকা কমে ৯৪ হাজার ৪৪০ কোটি ৪৭ লাখ টাকায় দাঁড়িয়েছে। যা মোট বিতরণ করা ঋণের ৮ দশমিক ৮৮ শতাংশ। যেটি জুন মাস শেষে ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংক সোমবার খেলাপী ঋণ সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে দেখা যায়, সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ৬৩ হাজার ৬২৬ কোটি টাকা। এরমধ্যে খেলাপী ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪৪০ কোটি ৪৭ লাখ টাকা। যা বিতরণকৃত মোট ঋণের ৮ দশমিক ৮৮ শতাংশ। গত তিন মাসে কমেছে এক হাজার ৭২৬ কোটি টাকা। প্রতিবেদনে দেখা যায়, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মোট বিতরণকৃত ঋণের মধ্যে খেলাপী ঋণের পরিমাণ ৪২ হাজার ৮৩৪ কোটি টাকা বা ২২ দশমিক ৪৬ শতাংশ। বেসরকারী ব্যাংকগুলোর মোট বিতরণকৃত ঋণের মধ্যে খেলাপী ঋণের পরিমাণ ৪৫ হাজার ৩৬ কোটি টাকা বা ৫ দশমিক ৫৬ শতাংশ।
×