ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কালিয়াকৈর বাজারে অগ্নিকান্ড, পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান

প্রকাশিত: ০০:২৫, ১ ডিসেম্বর ২০২০

কালিয়াকৈর বাজারে অগ্নিকান্ড, পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালিয়াকৈর বাজারে সোমবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে মালামালসহ অর্ধশতাধিক দোকানপাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে কালিয়াকৈর বাজার রোডের একটি হার্ডওয়ারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে থাকা দাহ্য পদার্থের সংস্পর্শে আসায় আগুন মুহূর্তেই বাজার রোডসহ পাশর্^বর্তী ফুলবাড়িয়া রোড ও কসিম উদ্দিন রোডের বিভিন্ন মার্কেট এবং দোকানে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, সাভার ইপিজেড ও মির্জাপুর (টাঙ্গাইল) স্টেশনের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। অধিকাংশ দোকানপাট পানির ওপর কাঠ দিয়ে নির্মিত হওয়ায় এবং উৎস্যুক জনতার ভিড়ের কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সোয়া ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে রাত ৮টা পর্যন্ত ডাম্পিংয়ের কাজ করছিলেন তারা। আগুনে কালিয়াকৈর বাজার এলাকার ওই তিনটি রোডের হার্ডওয়ার, স্টেশনারি, মুদি, ওষুধ, কাপড়, টেইলার্স ও লেপতোশকসহ অর্ধশতাধিক দোকান ও মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।
×