ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

একই সঙ্গে ৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশিত: ০০:২২, ১ ডিসেম্বর ২০২০

একই সঙ্গে ৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ একই সঙ্গে প্রকাশ হলো ৪২তম ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি। সোমবার রাতে সরকারী কর্মকমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৪২তম বিসিএসটি বিশেষ। এর মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। অন্যদিকে ৪৩তম বিসিএস হচ্ছে সাধারণ। এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে। করোনার কারণে সৃষ্ট মহাসঙ্কটের মধ্যেই সোসবার বিসিএস পরীক্ষার্থীদের সুখবর দিল পিএসসি। জানা গেছে, করোনায় মধ্যে পরীক্ষা আটকে থাকায় চাকরি প্রার্থীদের বয়স চলে যাওয়ার আশঙ্কা থেকেই দ্রুত অন্তত দুুটি বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। করোনার কারণে পরীক্ষা গ্রহণ অসম্ভব হলেও যাতে কারও চাকরি বয়স না চলে যায় সেই চিন্তা মাথায় রেখেই অন্তত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন একদিন আগেই জনকণ্ঠকে চাকরি প্রার্থীদের সুখবরের বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, করোনার কারণে চাকরি প্রার্থীদের যাতে চাকরির বয়স চলে না যায়, যাতে পরীক্ষা গ্রহণ নিয়ে সমস্যা থাকলেও চাকরি বয়স না চলে যায় তাই বিজ্ঞপ্তিটা প্রকাশ করে ফেলছি আমরা। আসলে এখন পরীক্ষা নিতে না পারলেও প্রার্থীদের চাকরি বয়স যাতে চলে না যায় সেই চিন্তা থেকেই যথাসময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। পরীক্ষা গ্রহণ এখন একটি বড় চ্যালেঞ্জ। একটি পরীক্ষা নিতে গিয়ে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সঙ্কট আরও বাড়বে। আমরা তেমন সঙ্কটে কাউকে ফেলতেও চাইনা। আবার কারও চাকরির বয়স চলে যায় সে ক্ষতির মুখে পড়ুক তাও চাই না। ৪২তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ ডিসেম্বর থেকে অনলাইন আবেদন শুরু হবে। চলবে ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত। তবে প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদনের ফি জমা দিতে পারবেন। এই বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। তবে এ সংখ্যা আরও আড়তে পারে। এদিকে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে। এই বিসিএসে আবেদন শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর থেকে। আবেদন জমা দেয়ার শেষ তারিখ আগামী বছরের ৩১ জানুয়ারি। তবে প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদনের ফি জমা দিতে পারবেন। ৪৩তম সাধারণ বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জন এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দেয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। করোনার কারণে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তির ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাও আটকে আছে দীর্ঘদিন ধরে। গত বছরের ২৭ অক্টোবর দুই হাজার ১৬৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়ার লক্ষ্যে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। একটি ওই পরীক্ষা করোনার কারণে একদিকে যেমন নেয়া সম্ভব হচ্ছে না অন্যদিকে নতুন চাকরি প্রার্থীদেরও চাকরির বয়স পার হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যেই চলমান সঙ্কটের কারণে চাকরি বয়স বৃদ্ধিারও দাবি উঠেছে। এসব বিষয় মাথায় রেখেই সরকার নিয়মিত বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করছে।
×