ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চিলাহাটি-হলদীবাড়ি

রেলের খালি রেক ট্রায়াল হবে ডিসেম্বরে

প্রকাশিত: ২২:৪৯, ১ ডিসেম্বর ২০২০

রেলের খালি রেক ট্রায়াল হবে ডিসেম্বরে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার কাঁটাতার কেটে জুড়েছে ট্রেন লাইন। বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদীবাড়ি সীমান্ত পেরিয়ে লাইন পাতা শেষ। দুই দেশের রেল ইঞ্জিনের ট্রায়ালও হয়ে গেছে। বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারিত হয়েছে। অত্যাধুনিক স্বয়ংক্রিয় সিগন্যাল বসেছে। অন্যান্য আয়োজনও সম্পন্ন। জানা গেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ট্রায়াল হিসাবে পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেনের খালি রেক চালানো হবে চিলাহাটি-হলদীবাড়ি হয়ে শিলিগুড়ি (এনজিপি) পর্যন্ত। এ জন্য পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেনের রেক প্রস্তুত করছে দুই দেশের রেল। ডিসেম্বরের মাঝামাঝি (সম্ভাব্য ১৭ ডিসেম্বর) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বৈঠক। সে দিনের বৈঠকেই উদ্বোধনের প্রস্তুতি চলছে। রবিবার বাংলাদেশের রেলের পাশাপাশি ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে এ কথা জানা গেছে।
×