ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ মুক্তিযোদ্ধা দিবস পালন করবে জাসদ

প্রকাশিত: ২২:৪৭, ১ ডিসেম্বর ২০২০

আজ মুক্তিযোদ্ধা দিবস পালন করবে জাসদ

স্টাফ রিপোর্টার ॥ বিজয়ের মাসের প্রথম দিন আজ দেশব্যাপী মুক্তিযোদ্ধা দিবস পালন করবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। সোমবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন চত্বরে সমাবেশ-শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে। সকাল আটটায় মিরপুরে বীর মুক্তিযোদ্ধা কবরস্থানেও শ্রদ্ধা নিবেদন করবে দলটি। জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে যথাযথ মর্যাদায় মুক্তিযোদ্ধা দিবস পালন করার জন্য দলের সকল জেলা ও উপজেলা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জাসদ কেন্দ্রীয় কমিটি সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন করবে। এছাড়া জাসদ ঢাকা মহানগর পশ্চিম কমিটি সকাল ৮টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন ‘বীর মুক্তিযোদ্ধা কবরস্থানে’ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও কবরস্থানের বাইরের চত্বরে আলোচনা সভার কর্মসূচী গ্রহণ করেছে। এ সকল কর্মসূচীতে দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপিসহ কেন্দ্রীয়, মহানগর ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এছাড়াও মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠন ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন এক ডিসেম্বর দেশব্যাপী মুক্তিযোদ্ধা দিবস পালন করবে। ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান এমপির নেতৃত্বাধীন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ, মুক্তিযোদ্ধা ঐক্যজোট, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা সংগঠন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন চত্বরে সমাবেশ, শ্রদ্ধা নিবেদন ও শপথ গ্রহণের কর্মসূচী গ্রহণ করেছে। সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ এদিনই সকাল ১০টায় সেগুনবাগিচাস্থ স্বাধীনতা ভবনে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে।
×