ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শুল্ক ফাঁকি মামলায় দীপু চাকলাদারের জামিন বিষয়ে রুল খারিজ হাইকোর্টে

প্রকাশিত: ২২:২৭, ১ ডিসেম্বর ২০২০

শুল্ক ফাঁকি মামলায় দীপু চাকলাদারের জামিন বিষয়ে রুল খারিজ হাইকোর্টে

স্টাফ রিপোর্টার ॥ শুল্ক ফাঁকি ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে করা মামলার আসামি চট্টগ্রামের সিএন্ডএফ এজেন্ট মুভি ট্রেড ইন্টারন্যাশানালের স্বত্বাধিকারী মিজানুর রহমান চাকলাদারের (দীপু চাকলাদার) জামিনের বিষয়ে জারি করা রুল খারিজ করে রায় দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগে দায়ের করা মামলায় জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আবদুর রাজ্জাককে বিচারিক আদালতের দেয়া জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। মিজানুর রহমান চাকলাদারের জামিনের বিষয়ে জারি করা রুল খারিজ করে রায় দিয়েছে হাইকোর্ট। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেয়। এদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমদ, ব্যারিস্টার মাহবুব শফিক ও এ্যাডভোকেট একরামুল হক টুটুল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী এ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি। জেএমআই চেয়ারম্যানের জামিন প্রশ্নে রুল ॥ নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগে দায়ের করা মামলায় জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আবদুর রাজ্জাককে বিচারিক আদালতের দেয়া জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে আগামী ১৩ ডিসেম্বর শুনানি অনুষ্ঠিত হবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা রিভিশন আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ রুল জারির আদেশ দেয়।
×