ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুদকের প্রতিবেদন জমা না হওয়ায় এজলাসে তোলা যায়নি প্রদীপকে

প্রকাশিত: ২২:২৬, ১ ডিসেম্বর ২০২০

দুদকের প্রতিবেদন জমা না হওয়ায় এজলাসে তোলা যায়নি প্রদীপকে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অবৈধ সম্পদ অর্জনের মামলায় তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় এজলাসে তোলা হয়নি কক্সবাজারের টেকনাফ থানার আলোচিত সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে এ প্রতিবেদন পেশ করার কথা ছিল। ফলে সোমবার আদালতে এনেও তাকে ফের কারাগারে ফিরিয়ে নেয়া হয়। টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা রয়েছে। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য মিলেছে প্রাথমিক তদন্তে। গত ২৩ আগস্ট মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মোঃ রিয়াজউদ্দিন। এ মামলায় প্রদীপের স্ত্রীকেও আসামি করা হয়েছে। তবে তিনি পলাতক আছেন। আদালত সূত্রে জানা যায়, সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে তোলার দিন ধার্য ছিল। সে অনুযায়ী বরখাস্ত ওসি প্রদীপকে আদালতে আনা হয়। কিন্তু এ মামলার তদন্ত প্রতিবেদন এখনও জমা দেয়নি দুদক। ফলে এজলাসে না তুলেই তাকে কারাগারে ফেরত নেয়া হয়েছে।
×