ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে করোনা সংক্রমণ ২৫ হাজার ছাড়াল

প্রকাশিত: ২২:২৪, ১ ডিসেম্বর ২০২০

চট্টগ্রামে করোনা সংক্রমণ ২৫ হাজার ছাড়াল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ। সর্বশেষ চব্বিশঘণ্টায় নতুন করে শনাক্ত ২৯১ জনসহ আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৫ হাজার। মারা গেছেন আরও একজন। এ নিয়ে মৃতের সংখ্যা উন্নীত হয়েছে ৩১৯ জনে। শীত আসায় করোনা ছড়ানোর প্রবণতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য সুরক্ষায় সরকার নির্দেশিত বিধি মেনে চলার ওপর জোর দিয়েছে প্রশাসন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সোমবারের প্রতিবেদন অনুযায়ী আগের দিন রবিবার নমুনা পরীক্ষা হয়েছে এক হাজার ৪০৪ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৯১, যা ২০ দশমিক ৭৩ শতাংশ। অনেক দিন পর করোনা সংক্রমণে এমন উচ্চহার শনাক্ত হলো। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ১৯১, যার মধ্যে ১৮ হাজার ৯৩৮ জন মহানগর এলাকার এবং ছয় হাজার ২১৩ জন বিভিন্ন উপজেলার। তবে এ পর্যন্ত অসুস্থ হয়েছেন ২১ হাজার ৪৯৭ জন। রবিবার আরও এক রোগীর মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা এখন ৩১৯, যার মধ্যে ২২৪ জন শহর এলাকার এবং ৯৫ জন বিভিন্ন উপজেলার।
×