ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রবি আইপিওতে ৬ গুণ আবেদন

প্রকাশিত: ২১:৪৩, ১ ডিসেম্বর ২০২০

রবি আইপিওতে ৬ গুণ আবেদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের ইতিহাসে সবচেয়ে বড় মূলধনী কোম্পানি তালিকাভুক্ত হতে যাচ্ছে মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রতিষ্ঠানটির শেয়ার পেতে বিনিয়োগকারীদের আবেদন পড়েছে প্রায় ৬ গুণ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির তথ্য অনুসারে, যোগ্য প্রতিষ্ঠান ও ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত ৩৮৭ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার জন্য ২ হাজার ২২৭ কোটি টাকার আবেদন জমা পড়েছে। যা প্রয়োজনের তুলনায় ৫ দশমিক ৭৫ গুণ বেশি। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের বরাদ্দকৃত ২৩ কোটি ২০ লাখ শেয়ার বা ২৩২ কোটি টাকার বিপরীতে ৬৪০ কোটি টাকার আবেদন করেছে। এতে মোট ১২ লাখ ৮০ হাজারটি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) ধারী আবেদন করেছে। যা পুঁজিবাজারে ইতিহাসে কোন কোম্পানিতে সবচেয়ে বেশি বিনিয়োগকারীদের আবেদন। অপরদিকে যোগ্য বিনিয়োগকারীরা তাদের জন্য বরাদ্দকৃত ১৫৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ারের বিপরীতে ১৫৮৭ কোটি টাকার আবেদন করেছে। তাতে ৬২১ জন যোগ্য বিনিয়োগকারী রবির আইপিও শেয়ারের জন্য আবেদন জমা দিয়েছে। সব মিলে রবি’র আইপিও শেয়ারের যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের মোট আবেদন ছিল প্রায় ৩৮৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ারের বিপরীতে প্রায় ২২২৭ কোটি টাকা। যা প্রয়োজনের তুলনায় ৫ দশমিক ৭৫ গুণ বেশি। চলতি বছর বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪১তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। এরপর অর্থ উত্তোলনের লক্ষ্যে রবি আজিয়াটার আইপিওতে আবেদন গ্রহণ শুরু করে ১৭ নবেম্বর। আর শেষ হয় ২৩ নবেম্বর পর্যন্ত। কোম্পানিট অভিহিত মূল্যে অর্থাৎ প্রতিটি ১০ টাকায় ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করবে। এর মধ্যে বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৮৭ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার আইপিওতে ইস্যু করা হয়েছে। বাকি ১৩৬ কোটি ৫ লাখ ৯ হাজার ৩৪০ টাকার শেয়ার ইস্যু করা হবে কোম্পানির কর্মচারীদের জন্য।
×