ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

প্রকাশিত: ২১:৪৩, ১ ডিসেম্বর ২০২০

শেয়ারবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের কমলেও লেনদেন বেড়েছে। এদিন লেনদেনের শুরুতে উত্থান-পতন থাকলেও শেষ ঘণ্টায় কমতে থাকে সূচক। এদিন লেনদেন শেষে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অঙ্কে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। দিনশেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৭ কোটি ৯৯ লাখ ২৩ হাজার টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৬৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমেছে। সোমবার ডিএসইতে মোট ৩৪৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, দর কমেছে ১৪৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১১টি কোম্পানির। ডিএসইতে সোমবার টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮০৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩৭ কোটি ৯৯ লাখ টাকা বেশি। রবিবার লেনদেন হয়েছিল ৭৬৬ কোটি ২১ লাখ টাকার। সোমবার ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমেকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির মোট ৫২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রুপালি ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ৬০ লাখ ৮৯ হাজার ৭৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৩৩ লাখ টাকা। বেক্সিমকো লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৯২ লাখ ৩০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৮৯ লাখ টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সন্ধানি ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, নর্দান ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা ও ন্যাশনাল ফিড মিল লিমিটেড। সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোহিনুর ক্যামিকেল। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডি ল্যাম্পস। পদ্মা লাইফ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে সন্ধানি ইন্স্যুরেন্স, পেনিনসুলা, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, আরামিট সিমেন্ট, সাপোর্ট লিমিটেড। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩৫ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, দর কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।
×