ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সভাপতি মুরসালিন নোমানী, সম্পাদক মসিউর রহমান

প্রকাশিত: ২১:৪০, ১ ডিসেম্বর ২০২০

সভাপতি মুরসালিন নোমানী, সম্পাদক মসিউর রহমান

স্টাফ রিপোটার ॥ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুরসালিন নোমানী ও মসিউর রহমান খান। সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মুরসালিন নোমানী পেয়েছেন ৫২৬ ভোট। প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৪৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সমকালের সিনিয়র রিপোর্টার মসিউর রহমান খান পেয়েছেন ৬৯২ ভোট। অপরদিকে সহসভাপতি পদে ওসমান গনি বাবুল ৫৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্মসাধারণ সম্পাদক পদে আরাফাত দাড়িয়া, অর্থসম্পাদক পদে শাহ আলম নূর, সাংগঠনিক সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল, দফতর সম্পাদক পদে মোঃ জাফর ইকবাল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে হালিম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ নঈমুদ্দীন নির্বাচিত হয়েছেন। এছাড়া নারী বিষয় সম্পাদক পদে রীতা নাহার, প্রচার প্রকাশনা সম্পাদক পদে মাইদুর রহমান রুবেল ও কল্যাণ সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সদস্য পদে এমএস জসিম, আজিজুর রহমান, রুমানা জামান, মোঃ মাহবুবুর রহমান, রফিক রাফি, নার্গিস জুঁই, জাহাঙ্গীর কিরণ নির্বাচিত হয়েছেন। এরআগে ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। ডিআরইউ’র মোট ১ হাজার ৬৯৩ ভোটের মধ্যে ১ হাজার ৩৮১ জন তাদের ভোট প্রদান করেন। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল এ ফলাফল ঘোষণা করেন। নবনির্বাচিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
×