ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এডব্লিউটির সঙ্গে আরআইএইচএলের চুক্তি সই

প্রকাশিত: ২১:৪০, ১ ডিসেম্বর ২০২০

এডব্লিউটির সঙ্গে আরআইএইচএলের চুক্তি সই

ঢাকার হোটেল রেডিসন ব্লু’তে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডব্লিউটি) ও সিঙ্গাপুরের র্যা ফেলস ইনফ্রাস্ট্রাকচার হোল্ডিংস লিমিটেডের (আরআইএইচএল) মধ্যে সোমবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও এডব্লিউটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এনায়েত উল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে ট্রাস্ট গ্রীন সিটি প্রজেক্টের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মোঃ নাঈম আশফাক চৌধুরী (অব.) এবং আরআইএইচএলের বাংলাদেশ প্রতিনিধি লে. কর্নেল হারুন উর রশিদ চৌধুরী (অব.) ও মিঃ জ্যু রেনফু নিজ নিজ সংস্থার প্রতিনিধিত্ব করেন। এই চুক্তির মাধ্যমে ট্রাস্ট গ্রীন সিটির উন্নয়ন সহায়ক ফার্ম হিসাবে আরআইএইচএল গ্রুপকে নিযুক্ত করা হলো। এডব্লিউটি সমাজ তথা দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির মহৎ উদ্দেশ্যে একটি আধুনিক, স্মার্ট, প্রকৃতিবান্ধব ও স্বাস্থ্যকর পরিবেশ সংবলিত শহর তৈরি করার জন্য একটি প্রকল্প হাতে নেয়। বিগত ২০০০ সাল হতে মিরপুর ডিওএইচএস ও উত্তরা সংলগ্ন বাউনিয়া এলাকায় জমি কেনার মাধ্যমে প্রকল্পটির কাজ শুরু হয়। উল্লেখ্য, একটি নিরপেক্ষ ও দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে অন্যান্য ফার্মের সঙ্গে প্রতিযোগিতা করে আরআইএইচএলকে ট্রাস্ট গ্রীন সিটির নির্মাণ কাজে নিয়োগ দেয়া হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এডব্লিউটির ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য উর্ধতন সামরিক ও অসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। -আইএসপিআর
×