ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় মুক্তিযোদ্ধাকে কুপিয়েছে চাঁদাবাজরা

প্রকাশিত: ২১:৩৯, ১ ডিসেম্বর ২০২০

কলাপাড়ায় মুক্তিযোদ্ধাকে কুপিয়েছে চাঁদাবাজরা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী, ৩০ নবেম্বর ॥ কলাপাড়ায় চাঁদার টাকা না দেয়ায় বিসমিল্লাহ ব্রিক ফিল্ডের মালিক ও মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদারকে (৬৪) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় রবিবার রাত দুইটার দিকে টিয়াখালী ইউনিয়নের আলোচিত চেয়ারম্যান যুবলীগ নেতা ভাইয়া বাহিনীর প্রধান সৈয়দ মশিউর রহমান শিমু ও তার স্ত্রী খাদিজা আক্তার এলিজাসহ পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সকল আসামিকে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। আদালত আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। এছাড়া রিমান্ড আবেদন শুনানির জন্য ৬ ডিসেম্বর দিন ধার্য করেছে। আহত মুক্তিযোদ্ধার স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে মশিউর রহমানকে প্রধান আসামি করে রাতেই একটি মামলা করেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চাকামইয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের বিসমিল্লাহ ব্রিক ফিল্ডের কার্যালয় মুক্তিযোদ্ধা শাহআলম হাওলাদারের ওপর বর্বর এ হামলার ঘটনা ঘটে।
×