ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বীকৃতির দাবিতে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা আন্দোলনে

প্রকাশিত: ২১:৩৮, ১ ডিসেম্বর ২০২০

স্বীকৃতির দাবিতে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা আন্দোলনে

স্টাফ রিপোর্টার ॥ একাডেমিক স্বীকৃতি, এমপিও প্রদানসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের সংগঠন (বাপ্রাবিস)। অবস্থান কর্মসূচী থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন শিক্ষক-কর্মচারীরা। সোমবার জাতীয় জাদুঘরের সামনে দেশের বিভিন্ন জেলার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এই অবস্থান কর্মসূচীতে অংশ নেন। অবস্থান কর্মসূচীতে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের সংগঠনের সভাপতি মোঃ নাসির উদ্দিন রাসেল বলেন, আমরা সারাদেশে প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মাধ্যমে ১০ বছর ধরে প্রতিবন্ধী শিক্ষা, থেরাপি ও জীবন দক্ষতা কার্যক্রম পরিচালনা করে আসছি। মাঠ পর্যায়ে বিশেষ বিদ্যালয়গুলোর এ নিরলস কর্মপ্রচেষ্টার কারণেই প্রতিবন্ধীরা পুনর্বাসনসহ জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে চলেছেন। কিন্তু প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি ও অনুমোদনের অভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর ৬০ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী বিনা বেতনে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। এই বিশেষ বিদ্যালয়গুলোর একাডেমিক স্বীকৃতি ও এমপিও প্রদান জরুরী। মানববন্ধনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো-৭৫ প্রতিবন্ধী শিক্ষার্থী থাকলে বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও প্রদান করতে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অনলাইনে আবেদন করা এবং যাচাই-বাছাইকৃত এক হাজার ৫২৫টি বিশেষ বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও এক মাসের মধ্যে প্রদান করতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিবন্ধী স্কুলভিত্তিক টিফিন/বিস্কুট/মিড ডে মিল চালু করতে হবে। প্রত্যেক প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একাডেমিক ভবন নির্মাণ করতে হবে এবং পর্যাপ্ত শিক্ষা উপকরণ বরাদ্দ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে ঘোষণা দিয়ে শিক্ষক-কর্মচারীরা বলেছেন, দাবি আদায়ে আজ মঙ্গলবার ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী চালিয়ে যাবেন তারা।
×