ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদ্যার শূটিংয়ের অনুমতি বাতিল

প্রকাশিত: ২১:১১, ১ ডিসেম্বর ২০২০

বিদ্যার শূটিংয়ের অনুমতি বাতিল

সংস্কৃতি ডেস্ক ॥ ভারতীয় হিন্দী সিনেমায় বিদ্যা বালান এক অন্য ঘরানার অভিনয় শিল্পী হিসেবে পরিচিত। তথাকথিত জনপ্রিয় চরিত্র এড়িয়ে সব সময় সমাজের অন্তর্নিহিত চরিত্রে কাজ করতে স্বাছন্দ্য বোধ করেন এই শিল্পী। এমনটাই দেখা গেছে তার অভিনীত বেশিরভাগ সিনেমায়। সম্প্রতি এমনই একটি সিনেমায় শূটিং করতে গিয়ে বিপদে পড়েন বিদ্যা। কয়েকদিন ধরে মধ্যপ্রদেশে তাঁর নতুন ছবি ‘শেরনী’র শূট করছেন বিদ্যা বালান। জঙ্গল এলাকায় শূটিং করার জন্য সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নেয়া ছিল তাঁদের। কিন্তু নির্দিষ্ট দিনে শূটিংয়ের জন্য সেখানে পৌঁছে প্রোডাকশন টিম জানতে পারে, ওই অনুমতি প্রত্যাহার করা হয়েছে। ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার শূটিং ইউনিটকে জঙ্গলে ঢুকতে বাধা দেন। ইউনিট সূত্রে খবর, মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ ডিনারের নিমন্ত্রণ জানিয়েছিলেন বিদ্যা বালানকে। কিন্তু অভিনেত্রী সেই নিমন্ত্রণ রক্ষা করতে রাজি হননি। তার পরই নাকি শূটিংয়ের অনুমতি বাতিল করে দেয়া হয়। মন্ত্রী বিজয় শাহ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন, আমি কোন নিমন্ত্রণ পাঠাইনি। বরং ওরা আমাকে নিমন্ত্রণ করেছিল, যেটা ব্যস্ততার কারণে ‘না’ করে দিয়েছি। ডিনার বাতিল হয়েছে, শূটিং নয়। এই প্রসঙ্গে বিদ্যা বা ‘শেরনী’র নির্মাতারা এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি। তবে বিষয়টাতে যে বিদ্যা বিব্রত, সেটা নিশ্চিত!
×