ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেরদৌসী রহমানের প্রত্যাশা

প্রকাশিত: ২১:১১, ১ ডিসেম্বর ২০২০

ফেরদৌসী রহমানের প্রত্যাশা

সংস্কৃতি ডেস্ক ॥ স্বাধীনতা পদকপ্রাপ্ত ও একুশে পদকপ্রাপ্ত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক ফেরদৌসী রহমান দীর্ঘদিন দিন নতুন কোন গান গাইছেন না। কিন্তু তার পরও নতুন গান গাওয়ার ইচ্ছা হয় তার মাঝে মাঝে। এ প্রসঙ্গে ফেরদৌসী রহমান বলেন, ‘দীর্ঘদিন হলো নতুন কোন গান গাওয়া হচ্ছে না। একজন শিল্পী হিসেবে আমার তো ইচ্ছে করেই নতুন গান গাইবার। শিল্পী মানুষের ভালবাসার মাঝেই বেঁচে থাকতে চান। যে কারণে শিল্পী নতুন নতুন গানও করতে চান। কিন্তু দীর্ঘদিন হলো আমার গলাটা সায় দিচ্ছে না নতুন গান গাইবার জন্য। যদি আবার কখনও গলার পরিস্থিতি স্বাভাবিক হয় তবে নিশ্চয়ই গান গাইব। একজন শিল্পী হিসেবে গান গাওয়ার আকাক্সক্ষা সারাজীবনই রয়ে যায়।’ ফেরদৌসী রহমান আগামী বছরের ২৮ জুন ৮০ বছর পূর্ণ করবেন। সিনেমাতে তিনি প্রথম প্লে-ব্যাক করেন ‘আসিয়া’ সিমোয় আব্দুল আহাদ ও সমর দাসের সঙ্গীতায়োজনে ‘ও মোর কালারে কালা’ গানটি। এটি একটি সংগৃহীত গান। তবে প্রথম শ্রোতা-দর্শকরা তাঁর কণ্ঠে গান শুনেন সিনেমাতে ‘এ দেশ তোমার আমার’ সিনেমার গান। গানটি লেখা ছিল ও সুর করা ছিল খান আতাউর রহমানের। ফেরদৌসী রহমানের কণ্ঠে সিনেমাতে প্রথম জনপ্রিয়তা পাওয়া গান ছিল মুস্তাফিজ পরিচালিত শবনম অভিনীত সিনেমা ‘হারানো দিন’ সিনেমার আজিজুর রহমানের লেখা ও রবিন ঘোষের সুরে ‘আমি রূপ নগরের রাজকন্যা রূপের জাদু এনেছি’ গানটি। এই গানটি এখনও দেশের বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করার ক্ষেত্রে নৃত্যশিল্পীরা ব্যবহার করে থাকেন। ফেরদৌসী রহমান প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন রবিন ঘোষের সঙ্গে ‘রাজধানীর বুকে’ সিনেমার। ‘মেঘের অনেক রং’ সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে তিনি বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দ্বিতীয় আসরেই শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বর্তমান সময়ে যারা সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক করেন তাদের প্রসঙ্গে ফেরদৌসী রহমান বলেন, ‘এখন যারা সিনেমার গান করছেন তারা ভাল সুর সৃষ্টি করার চেষ্টা করছেন, ভাল সঙ্গীতায়োজন করার চেষ্টা করছেন। কিন্তু যারা সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক করছেন তাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে ন্যূনতম কোন ধারণাই নেই। তবে আমার একটাই কথা শুধু গান গেয়ে গেলাম , অথচ গান প্রাণ ছুঁতে পারল না, এমন গান গাওয়ার কোন প্রয়োজন আছে কী?’
×