ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেডিক্যাল সুবিধা পাবে চলচ্চিত্র শিল্পীরা

প্রকাশিত: ২১:১০, ১ ডিসেম্বর ২০২০

মেডিক্যাল সুবিধা পাবে চলচ্চিত্র শিল্পীরা

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্র শিল্পীদের চিকিৎসা ব্যয়ে সর্বোচ্চ ছাড় ও সেবা দেবে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল। শিল্পীদের সুচিকিৎসা নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এ বিষয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর হয়েছে বিএফডিসিতে সম্প্রতি। এসময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ চক্রবর্তী বলেন, আমাদের হাসপাতালে সর্বোচ্চ ছাড়ে চিকিৎসা সেবা পাবেন চলচ্চিত্র শিল্পীরা। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, সাধারণ সম্পাদক জায়েদ খান, কার্যনির্বাহী কমিটির সদস্য অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস। বিষয়টি উল্লেখ করে জায়েদ খান বলেন, মাঝে মাঝে শোনা যায় শিল্পীরা চিকিৎসার অভাবে কষ্ট করেন। আমি মনে করি একজন শিল্পীর জন্য এটা অপমানের। শিল্পীদের এমন অসহায়ত্ব আর দেখতে চাই না। তাই চলচ্চিত্র শিল্পী সমিতির সব সদস্য এখন থেকে স্বল্প খরচে সুচিকিৎসা পাবেন। সেই লক্ষ্যেই এই চুক্তি করা। আশা করছি, কিছুটা হলেও শিল্পীদের সুবিধা হবে।
×