ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাথমিকে আবেদন ১৩ লাখের বেশি চাকরি প্রার্থীর

প্রকাশিত: ২০:০৭, ৩০ নভেম্বর ২০২০

প্রাথমিকে আবেদন ১৩ লাখের বেশি চাকরি প্রার্থীর

স্টাফ রিপোর্টার ॥ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পেতে আবেদন করেছেন ১৩ লাখেরও বেশি চাকরি প্রার্থী। আবেদনের সকল প্রক্রিয়া শেষে সোমবার প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, ১৩ লাখ নয় হাজার ৪৬১ জন চাকরিপ্রত্যাশী আবেদন করেছেন। এদিকে ফি পরিশোধ করা আবেদন সম্পন্ন প্রার্থীরা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত তথ্য সংশোধনের এ সুযোগ পাবেন। গত ২৫ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু করেন প্রার্থীরা। আবেদন প্রক্রিয়া শেষ হয় গত ২৪ নবে ম্বর রাতে। তবে এর পরের ৭২ ঘণ্টা সময় ছিল পেমেন্ট করার জন্য। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পেমেন্ট শেষে আবেদন করা মোট প্রার্থীর সংখ্যা হচ্ছে ১৩ লাখ নয় হাজার ৪৬১ জন। এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে প্রাক্-প্রাথমিকে ২৫ হাজার ৬৩০ জন এবং প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে ছয় হাজার ৯৪৭ জনকে নিয়োগ দেয়া হবে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা বাদে দেশের বাকি সব জেলার প্রার্থীরা আবেদন করতে পেরেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে। সহকারী শিক্ষকদের বেতন হবে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড ১৩ অনুযায়ী ১১০০০ থেকে ২৬৫৯০ টাকা। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ৩০ জুলাই সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো। এতে মোট উত্তীর্ণ হন ৫৫ হাজার ২৯৫ জন। নিয়োগ দেয়া হয় ১৮ হাজার ১৪৭ জনকে। এর আগে একই বছর ২০১৪ সালের স্থগিত পরীক্ষাটিও নেয়া হয়। ওই পরীক্ষায় মোট উত্তীর্ণ হন ২৯ হাজার ৫৫৫ প্রার্থী। এর মধ্যে নিয়োগ দেয়া হয় নয় হাজার ৭৬৭ জনকে। এ দুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চূড়ান্ত নির্বাচিত হননি ৫৬ হাজার ৯৩৬ প্রার্থী। উত্তীর্ণ এসব প্রার্থী ২০১০-১১ সালের মতো প্যানেল নিয়োগ চান। তবে মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, প্যানেলে নিয়োগ দেয়া হবে না। নতুন করে বিজ্ঞপ্তি দেয়া হয়।
×