ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে গ্যাস ট্যাঙ্কারের চাকায় পিষ্ঠ হয়ে নারী নিহত

প্রকাশিত: ১৮:২৯, ৩০ নভেম্বর ২০২০

সীতাকুন্ডে গ্যাস ট্যাঙ্কারের চাকায় পিষ্ঠ হয়ে নারী নিহত

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকুন্ডের বাড়বকুন্ড মান্দারীটোলা সড়কে গ্যাস ট্যাঙ্কার গাড়ীর চাকায় পিষ্ঠ হয়ে ফিরোজা বেগম(৩০)নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার বিকালে মহাসড়ক থেকে মান্দারীটোলা সাগর উপকুল সী রোড সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুদ্ধ স্থানীয়রা গ্রামীণ সড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্ঠি হয়। এতে সমুদ্র উপকূল এলাকায় অবস্থিত গ্যাস ফ্যাক্টরীর মাল আনা-নেওয়া বন্ধ হয়ে পড়ে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা সহকারি কমিশনার ভুমি রাশেদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুন্ড সার্কেল আশরাফুল করিম,ওসি ফিরোজ হোসেন মোল্লা,ওসি তদন্ত সুমন বনিক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্ল্যাহ মিয়াজি বিক্ষুদ্ধ এলাকাবাসিকে শান্ত করার চেষ্টা করেন এবং পরবর্তীতে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে যৌথ মিটিংয়ের আয়োজন করেন। নিহত নারী একই এলাকার ইমাম শরীফের বাড়ির আজিজুল হকের মেয়ে বলে জানা গেছে। নিহতের স্বামীর নাম আব্দুর রাজ্জাক। জানা যায়, উপজেলার বাড়বকুন্ড মান্দারীটোলা সাগর উপকূল এলাকায় ৫/৭টি এলপি গ্যাস ফ্যাক্টরীর অবস্থিত। যেখানে প্রতিনিয়ত শত শত ভারী লোড গাড়ী সড়ক দিয়ে যাতায়াত করেন। কিন্তু কোটি কোটি টাকা সরকার রাজস্ব পাচ্ছে,আর ফ্যাক্টরীর মালিক পাচ্ছে কোটি কোটি টাকা লভ্যাংশ। তবে এলাকাবাসির দুঃখ সড়ক যেন মরণ ফাঁদ। সোমবার বিকালে সড়কের সাগরের দিক থেকে একটি গ্যাস ভর্তি ট্যাঙ্ক গাড়ী এবং অপর দিকে থেকে একটি রিক্সা আসার সময় ধাক্কা লেগে অটোরিক্সার যাত্রীসহ ট্যাঙ্কার গাড়ির নিচে ডুকে পড়ে। এসময় গাড়ির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মধ্যবয়সী ওই নারী। সাথে সাথে বিক্ষুদ্ধ এলাকাবাসি সড়ক অবরোধ করে। পরে ঘটনাস্থলে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্গলা বাহিনী গেলেও কোন সুরাহা হয়নি। এরপর স্থানীয় এলাকাবাসিকে নিয়ে যৌথ মিটিংয়ের আহবান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন রায়। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারি কমিশনার ভুমি রাশেদুল ইসলাম বলেন, “স্থানীয় এলাকাবাসি,চেয়ারম্যান ও আইন-শৃঙ্গলা বাহিনীকে সাথে নিয়ে ইউএনও স্যারের অফিসে মিটিং চলছে।”
×