ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্বীকৃতির দাবিতে আন্দোলনে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা

প্রকাশিত: ১৭:৫৪, ৩০ নভেম্বর ২০২০

স্বীকৃতির দাবিতে আন্দোলনে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা

স্টাফ রিপোর্টার ॥ একাডেমিক স্বীকৃতি, এমপিও প্রদানসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের সংগঠন (বাপ্রাবিস)। অবস্থান কর্মসূচি থেকে তারা পাঁচ দফা দাবি তুলে ধরেছেন শিক্ষকরা-কর্মচারিরা। সোমবার জাতীয় জাদুঘরের সামনে দেশের বিভিন্ন জেলার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন। অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের সংগঠনের সভাপতি মো. নাসির উদ্দিন রাসেল বলেন, আমরা সারাদেশে প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মাধ্যমে ১০ বছর ধরে প্রতিবন্ধী শিক্ষা, থেরাপি ও জীবন দক্ষতা কার্যক্রম পরিচালনা করে আসছি। মাঠ পর্যায়ে বিশেষ বিদ্যালয়গুলোর এ নিরলস কর্মপ্রচেষ্টার কারণেই প্রতিবন্ধীরা পুনর্বাসনসহ জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে চলেছেন। কিন্তু প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি ও অনুমোদনের অভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর ৬০ হাজারেরও বেশি শিক্ষক-কর্মচারী বিনা বেতনে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। এই বিশেষ বিদ্যালয়গুলোর একাডেমিক স্বীকৃতি ও এমপিও প্রদান জরুরি। মানববন্ধনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো-৭৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থী থাকলে বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও প্রদান করতে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অনলাইনে আবেদন করা এবং যাচাই-বাছাইকৃত এক হাজার ৫২৫টি বিশেষ বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও এক মাসের মধ্যে প্রদান করতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিবন্ধী স্কুল ভিত্তিক টিফিন/বিস্কুট/মিড ডে-মিল চালু করতে হবে। প্রত্যেক প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত অ্যাকাডেমিক ভবন নির্মাণ করতে হবে এবং পর্যাপ্ত শিক্ষা উপকরণ বরাদ্দ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে ঘোষণা দিয়ে শিক্ষক কর্মচারিরা বলেছেন, দাবি আদায়ে আজ মঙ্গলবার ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘মভেম্বর মুভমেন্ট’: প্রতি বছর নবেম্বর মাসে বিশ্বজুড়ে ‘মভেম্বর’ মুভমেন্ট উদযাপিত হয়ে থাকে। এ মুভমেন্ট উপলক্ষে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) দু’টি অলাভজনক প্রতিষ্ঠানকে (এলইএফ ফর লাইফ ও দ্য রোজি ফাউন্ডেশন ট্রাস্ট) অনুদান সহায়তা দেয়ার উদ্দেশ্যে মাসব্যাপী ক্যাম্পেইন পরিচালনা করেছে। নবেম্বর মাসে বিশ্বজুড়ে পুরুষদের প্রস্টেট ক্যানসার, টেস্টিক্যুলার ক্যানসার এবং সুইসাইডের মতো বিষয়গুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পুরুষরা গোঁফ রাখেন। বিগত বছরগুলোর মতো, নবেম্বর মাসজুড়ে মভেম্বর মুভমেন্ট উদযাপন উপলক্ষে আইএসডি কমিউনিটির অনেক সদস্য গোঁফ বড় করার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। সকল অংশগ্রহণকারী সদস্যরা চলতি মাসের শুরুতে ক্লিন-শেভ করে তাদের গোঁফ বড় করতে থাকেন। মুভমেন্টটির সমর্থনে স্কুলটি সকলকে তহবিলে অর্থ সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছে। চলমান বৈশ্বিক মহামারি সুবিধাবঞ্চিত মানুষ ও তাদের জন্য কাজ করা এনজিওগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। বস্তিতে বসবাসকারী শিশুদের শিক্ষা ও খাদ্য সহায়তা দিয়ে থাকে এলইএফ ফর লাইফ। এই শিশুদের প্রতিনিয়ত দরিদ্র, অশিক্ষা ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়। এই বঞ্চনার শিকার শিশুদের একটি সুন্দর জীবন উপহার দিতে কাজ করছে এলইএফ। অন্যদিকে, রোজি ফাউন্ডেশন ট্রাস্ট ঢাকা শহরের বস্তিতে বসবাসকারী মেয়েদের সুন্দর জীবন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী (যারা ইট ভাঙ্গার কাজ করে জীবিকা নির্বাহ করে) করার জন্য কারুশিল্পের প্রশিক্ষণ ও চাকরি দিয়ে থাকে। তরুণীরা প্রতিনিয়ত পারিশ্রমিক পাওয়ার পাশাপাশি বিনামূল্যে দুপুরের খাবার সুবিধাও পেয়ে থাকেন্। ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার প্রাইমারি প্রিন্সিপাল থমাস ভ্যান ডার উইলেন বলেছেন, এই অভূতপূর্ব সময়ে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করার জন্য মভেম্বর ম্যুভমেন্ট উপলক্ষে আয়োজিত ক্যাম্পেইনে যারা অর্থ সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
×