ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন সিপিবি সভাপতি সেলিম

প্রকাশিত: ১৭:১৩, ৩০ নভেম্বর ২০২০

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন সিপিবি সভাপতি সেলিম

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন এ তথ্য জানান। এছাড়া দলের পক্ষ থেকে অনেক নেতা এ তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। রতন বলেন, সেলিম ভাই গতকাল কোভিড টেস্ট করিয়েছেন, গতকালই রিপোর্ট এসেছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ (সোমবার) বলা সাড়ে ১১টার দিকে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হয়েছেন। ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম স্বাধীনতা উত্তর বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রথম সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন। ৭২ বছর বয়সী এই কমিউনিস্ট নেতা ২০১২ সালে পার্টির দশম কংগ্রেসে সভাপতি নির্বাচিত হন। এর আগে গত শতকের নব্বইয়ের দশক থেকে তিনি সিপিবির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
×