ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুনর্গণনায় ভোট বাড়ল বাইডেনের

ট্রাম্পের জন্য দেয়া অনুদান ফেরত চাইছেন সমর্থক

প্রকাশিত: ২১:৫৭, ৩০ নভেম্বর ২০২০

ট্রাম্পের জন্য দেয়া অনুদান ফেরত চাইছেন সমর্থক

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ সামনে নিয়ে আসতে ও এ সংক্রান্ত বিচার কাজ চালাতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২৫ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন তার এক সমর্থক। তবে ফলকে হতাশাজনক উল্লেখ করে এখন সে অর্থ ফেরত চাইছেন তিনি। এরই মধ্যে ট্রাম্পপন্থী একটি ‘নির্বাচনী নৈতিকতা’ বিষয়ক গ্রুপ ট্রু দ্য ভোট-এর বিরুদ্ধে হিউস্টনের আদালতে মামলাও করেছেন ফ্রেডরিক এশেলমান নামের ওই ব্যবসায়ী। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, রয়টার্স, ফক্স নিউজ, ইউএসএ টুডে ও লস এ্যাঞ্জেলেস টাইমসের। নর্থ ক্যারোলিনাভিত্তিক ব্যবসায়ী ফ্রেডরিক। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলার পর তা তদন্তের জন্য ট্রু দ্য ভোটকে অনুদান দেন তিনি। কথা ছিল, এ গ্রুপটি সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যে সম্ভাব্য অবৈধ ব্যালটিং ও জালিয়াতি নিয়ে তদন্ত করবে। এসব অঙ্গরাজ্যের আদালতে মামলা করারও কথা ছিল টেক্সাসভিত্তিক এ গ্রুপটির। ফ্রেডরিকের দাবি, তারা সে প্রতিশ্রুতি রাখেনি। ট্রু দ্য ভোট এরই মধ্যে তাদের আইনী পদক্ষেপ থেকে সরে এসেছে। হাল ছেড়ে দিয়েছেন তারা। এমনকি এখন সে গ্রুপটি তার প্রশ্নের ব্যাখ্যাও দিতে রাজি নয়। এমন অবস্থায় অনুদান ফেরত চেয়ে হিউস্টনের আদালতের শরণাপন্ন হয়েছেন ফ্রেডরিক। এ বিষয়ে জানতে চেয়ে ট্রু দ্য ভোটের কাছে ই-মেল পাঠিয়েছিল গার্ডিয়ান। তবে তাতে সাড়া পাওয়া যায়নি। তবে নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়েছে গ্রুপটি। এর প্রেসিডেন্ট ক্যাথেরিন এঙ্গেলব্রেশেট লিখেছেন, আমরা যখন ভোটারদের সাক্ষ্য নিচ্ছিলাম তখন আমাদের যুক্তি-তর্ক এগিয়ে নেয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। আমাদের ভিন্ন পথ বেছে নিতে হয়েছে। গ্রুপটি আরও জানিয়েছে, তারা জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনে মামলা প্রত্যাহার করে নিয়েছেন। চারটি অঙ্গরাজ্যের সবগুলোতেই বাইডেন জয় পেয়েছেন। ভোট বেড়েছে বাইডেনের ॥ বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী শিবিরের দাবির পরিপ্রেক্ষিতে উইসকনসিনের সবচেয়ে বড় কাউন্টিতে ভোট পুনর্গণনা হয়েছিল। শুক্রবার শেষ হওয়া ভোট পুনর্গণনায় ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের ভোট বেড়েছে। উইসকনসিনের মিলাউকি কাউন্টিতে মোট ৪ লাখ ৬০ হাজার ভোট পুনর্গণনা হয়েছিল। এতে বাইডেনের ভোট বেড়েছে। পুনর্গণনায় বাইডেনের আগের ভোটের সঙ্গে ২৫৭ ভোট এবং ট্রাম্পের ১২৫ ভোট যোগ হয়েছে। ফলে নতুন যোগ হওয়া ভোটে বাইডেন প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে আরও নিট ১৩২ ভোট বেশি পেয়েছেন। বাইডেনের কাছে এই অঙ্গরাজ্যে ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারের পর ট্রাম্প শিবির উইসকনসিনের ঘনবসতিপূর্ণ ও ডেমোক্র্যাট সমর্থন বেশি রয়েছে এমন কাউন্টিতে ভোট পুনর্গণনার দাবি তোলে। দুই কাউন্টির ভোট পুনর্গণনায় ট্রাম্প শিবিরের প্রায় ৩০ লাখ মার্কিন ডলার ব্যয় হচ্ছে। ডেন কাউন্টিতে রবিবার ভোট পুনর্গণনা শেষ হবে বলে আশা করা হচ্ছে। ভোট পুনর্গণনা শেষে মিলাউকি কাউন্টির সচিব জর্জ ক্রিস্টেনসন বলেন, আমরা যা জানি, ভোট পুনর্গণনায় কেবল সেটিই উঠে এসেছে। মিলাউকি কাউন্টির সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও নির্ভুল হয়েছে। ট্রাম্প শিবির এখনও উইসকনসিনের নির্বাচনী ফলের বিরুদ্ধে আইনী লড়াই চালিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আগামী মঙ্গলবার ওই অঙ্গরাজ্য নির্বাচনী ফল অনুমোদন (সার্টিফাই) করবে বলে আশা করা হচ্ছে। ৩ নবেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেকটোরাল ভোট। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে ২৭০টির বেশি ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয়।
×