ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিতে চেষ্টা করছি॥ দীপু মনি

প্রকাশিত: ২১:৪০, ৩০ নভেম্বর ২০২০

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিতে চেষ্টা করছি॥ দীপু মনি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৯ নবেম্বর ॥ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বঙ্গবন্ধুর বাংলাদেশে সকল শিক্ষার্থী মানসম্মত শিক্ষার মাধ্যমে বিশ্ব নাগরিকে পরিণত হবে। শেখ হাসিনার এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা বদ্ধ পরিকর। দেশব্যাপী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ২০৫০ সালের মধ্যে কারিগরি শিক্ষার ইমপ্রুভমেন্ট অন্তত ৫০ ভাগে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থার প্রতি সবচাইতে বেশি নজর দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার মান উন্নয়নে একযোগে কাজ করা হচ্ছে। রাজনৈতিক, সামাজিক বিভিন্ন মহল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বিশেষ নজর রাখবেন। রবিবার দুপুরে জেলার শিবচরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে শিবচর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা পুরো কারিকুলাম-পাঠ্য বই নতুন আঙ্গিকে করছি। আমরা শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত করার চেষ্টা করছি। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে কারিগরি শিক্ষাকে উন্নত করতে হবে। একটা দল আছে যারা বাজেট প্রস্তাবনা করলে টেলিভিশনে বসে বসে টকশো করবে আর বলবে উচ্চাবিলাসী বাজেট। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর এ যাবত কোন বাজেটই অপূর্ণ থাকেনি। রবিবার দুপুরে শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী (এমপি), বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম (এমপি), সংরক্ষিত আসনের সংসদ সদস্য শবনম জাহান শীলা, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা প্রমুখ। পরে শিবচর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা শাজাহান মোল্লাকে সভাপতি ও ডাঃ সেলিম মিয়াকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা।
×