ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পৃথিবীর সেরা সৈকত

প্রকাশিত: ২১:২৬, ৩০ নভেম্বর ২০২০

পৃথিবীর সেরা সৈকত

আটলান্টিক মহাসাগরের পাড়ে অনিন্দ্য সুন্দর এক দেশ। নাম পর্তুগাল। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত হওয়ার জন্য যত উপাদান প্রয়োজন তার সবই রয়েছে সেখানে। প্রতিবছরই পর্তুগাল পর্যটনের বিভিন্ন দিক থেকে সেরা ভ্রমণ গন্তব্য হিসেবে নির্বাচিত হয়ে আসছে এবং এরই ধারাবাহিকতায় পর্তুগালের পর্যটন শহর আলগার্ভ বিশ্বের সেরা সমুদ্র সৈকত হিসেবে নির্বাচিত হয়েছে। পর্যটনের অস্কারখ্যাত ওয়ার্ল্ড ট্রাভেলস এ্যাওয়ার্ডের ২০২০ সালের সংস্করণে সর্বমোট ১৪ ইভেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় হিসেবে নির্বাচিত হয়েছে। আলগার্ভ এলাকাটি চার হাজার ৯৯৭ বর্গকিলোমিটার (এক হাজার ৯২৯ বর্গমাইল) জুড়ে। সেখানকার স্থায়ী লোকসংখ্যা চার লাখ ৫১ হাজার ৬। ১৬টি মিউনিসিপ্যালিটি রয়েছে। এছাড়া ওয়ার্ল্ড ট্রাভেলস এ্যাওয়ার্ড সংস্থাটি বিশ্বের শীর্ষ দ্বীপ গন্তব্য মাদেইরা, রাজধানী লিসবন বিশ্বের সেরা (সিটি ব্রেক) অবকাশ শহরসহ বিশ্বের শীর্ষস্থানীয় বিলাসবহুল অবকাশ যাপন রিসোর্ট ২০২০- কনরাড এ্যালগারভে, বিশ্বের শীর্ষস্থানীয় গল্ফ এবং ভিলা রিসোর্ট ২০২০- ডুনাস ডুরাদাস বিচ ক্লাব, পর্তুগাল, বিশ্বে শীর্ষস্থানীয় ওয়াইন অঞ্চল হোটেল ২০২০- এল এ্যান্ড ভিনেয়ার্ডস পর্তুগাল, বিশ্বের শীর্ষস্থানীয় এ্যাডভেঞ্চার ট্যুরিস্ট আকর্ষণ ২০২০- পাসাডিয়োস দ্য পাইভা (আওরোকা ইউনেস্কো গ্লোবাল জিওপার্ক), পর্তুগাল, বিশ্বের শীর্ষস্থানীয় ক্লাসিক হোটেল ২০২০- পর্তুগাল ওলিসিপ্পো লাপা প্যালেস হোটেল নির্বাচিত করেছে। পাশাপাশি বিশ্বের শীর্ষস্থানীয় সংরক্ষণ সংস্থা ২০২০- সিন্ট্রা পার্ক- মন্টে দা লুয়া, পর্তুগাল, আফ্রিকা ২০২০-এ বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইন- ট্যাপ এয়ার পর্তুগাল, বিশ্বের শীর্ষস্থানীয় ইনফ্লাইট ম্যাগাজিন ২০২০- আপ ম্যাগাজিন (ট্যাপ এয়ার পর্তুগাল), বিশ্বের শীর্ষস্থানীয় ফাইন ডাইনিং হোটেল রেস্তরাঁ ২০২০- ভিলা জোয়া হোটেল রেস্তোরাঁ ভিলা জোয়া, পর্তুগাল নির্বাচিত হয়। ইতোপূর্বে ২ নবেম্বর একই সংস্থা আয়োজিত ২০২০ সালের ইউরোপের সেরা গন্তব্য হিসেবে সর্বোচ্চ ২৪ ইভেন্টে পর্তুগাল নির্বাচিত হয়েছিল। ২০১৭ সাল থেকে একটানা চার বছর পর্তুগাল ইউরোপের সেরা গন্তব্য হিসেবে নির্বাচিত হয়ে আসছে। -পর্তুগাল রেসিডেন্ট
×