ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্মিথের কাছেই সিরিজ হারল ভারত

প্রকাশিত: ২১:০৯, ৩০ নভেম্বর ২০২০

স্মিথের কাছেই সিরিজ হারল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ আগের সফরে (২০১৮-২০১৯ মৌসুম) নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে ও টেস্ট সিরিজ জিতেছিল ভারত। বিরাট কোহলিদের নিয়ে মাত্রা ছাড়ানো বাড়াবাড়ির শুরুটা তখন থেকেই। অথচ নিষেধাজ্ঞার কারণে ওই সিরিজে ছিলেন না দুই অস্ট্রেলিয়ান স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এবার ডামাডোলের মাঝে অনেকেই বিষয়টা স্মরণ করিয়ে দিলেও স্বভাবসুলভ স্টাইলে কোহলিরা তাতে পাত্তা দেননি। সেই স্মিথই ভারতকে পার্থক্য বোঝালেন। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল এ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। যেখানে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরিতে নায়ক স্মিথ। সিডনিতে রবিবার দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটে অসিদের ৩৮৯ রানের পাহাড় টপকাতে গিয়ে ৯ উইকেটে ৩৩৮-এ থেমেছে ভারত। ৫১ রানের জয়ের দিনে ১০৪ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা স্মিথ। ক্যানবেরায় আনুষ্ঠানিকতার তৃতীয় ও শেষ ওয়ানডে বুধবার। প্রথম ম্যাচে ওপেনিংয়ে ১৫৬ রানের জুটি গড়া ফিঞ্চ-ওয়ার্নার এদিন উপহার দেন ১৪২ রান। অধিনায়ক ফিঞ্চ ৬০ ও ওয়ার্নার ৮৩ রান করে ফিরলেও স্মিথ ছিলেন দুরন্ত-দুর্বার। প্রথম ওয়ানডের মতো এই ম্যাচেও ঠিক ৬২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। ৬৪ বলে ১৪ চার ও ২ ছক্কায় সাজানো ছিল তার ১০৪ রানের ইনিংস। ক্যারিয়ারের ১২৭ ওয়ানডতে এটি তার ১১তম সেঞ্চুরি। আউট হওয়ার আগে মর্নাস লাবুশেনের সঙ্গে জুটি বেঁধে যোগ করেন ১৩৬ রান। এ নিয়ে টানা পাঁচ ম্যাচে ভারতের বিপক্ষে ৫০ উর্ধ রানের ইনিংস খেললেন সাবেক অধিনায়ক। স্মিথ ফিরলেও অস্ট্রেলিয়ার হয়ে ঝড় অব্যাহত রাখেন লাবুশেন (৭০) ও গ্লেন ম্যাক্সওয়েল (২৯ বলে ৬৩*)। ওয়ানডে ইতিহাসে তৃতীয়বারের মতো এক ইনিংসে প্রথম পাঁচ ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরি দেখে ক্রিকেটবিশ্ব। তাতেই প্রথম ওয়ানডের ৩৭৪/৬ ছাড়িয়ে ভারতের বিপক্ষে নিজেদের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটা নতুন করে লেখে অসিরা। জবাবে অবশ্য ভাল শুরু পেয়েছিল ভারত। মায়াঙ্ক আগারওয়াল ২৮ ও শিখর ধাওয়ান ৩০ রান করে সাজঘরে ফিরলেও ক্যারিয়ারের ২৫০তম ওয়ানডে ম্যাচে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন কোহলি। শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৮৮ বলে যোগ করেন ৯৩ রান। আইয়ার ৩৮ রানে আউট হলে পাঁচে নামা লোকেশ রাহুল যোগ দেন কোহলির সঙ্গে। ৭ চার ও ২ ছক্কায় ৮৭ বলে ৮৯ রান করে আউট হন কোহলি। অপর প্রান্তে ৭৬ রান করা রাহুলও ফিরলে ভারতের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। হারদিক পাণ্ডিয়া (২৮), রবীন্দ্র জাদেজা (২৫) ব্যবধান কমিয়েছেন কেবল। সর্বশেষ নিউজিল্যান্ডের কাছে তিন ওয়ানডে এবং এবার অস্ট্রেলিয়ায় দুটি টানা পাঁচ হারে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পাশে নাম লেখান কোহলি। স্কোর ॥ অস্ট্রেলিয়া- ৩৮৯/৪ (৫০ ওভার; ওয়ার্নার ৮৩, ফিঞ্চ ৬০, স্মিথ ১০৪, লাবুশেন ৭০, ম্যাক্সওয়েল ৬৩*; হেনরিকস ২*; শামি ১/৭৩, বুমরাহ ১/৭৯, পাণ্ডিয়া ১/২৪)। ভারত- ৩৩৮/৯ (৫০ ওভার; আগারওয়াল ২৮, ধাওয়ান ৩০, কোহলি ৮৯, আইয়ার ৩৮, রাহুল ৭৬, পাণ্ডিয়া ২৮, জাদেজা ২৪, সাইনি ১০*; হ্যাজলউড ২/৫৯, কামিন্স ৩/৬৭, জাম্পা ২/৬২, হেনরিকস ১/৩৪, ম্যাক্সওয়েল ১/৩৪)। ফল ॥ অস্ট্রেলিয়া ৫১ রানে জয়ী। সিরিজ ॥ তিন ওয়ানডেতে অস্ট্রেলিয়া ২-০তে এগিয়ে। ম্যাচসেরা ॥ স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)।
×