ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু টি২০ থেকে ছিটকে গেলেন মুমিনুল

প্রকাশিত: ২১:০৯, ৩০ নভেম্বর ২০২০

বঙ্গবন্ধু টি২০ থেকে ছিটকে গেলেন মুমিনুল

স্পোর্টস রিপোর্টার ॥ গত ১০ নবেম্বর সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছিলেন মুমিনুল হক সৌরভ। বঙ্গবন্ধু টি২০ কাপের প্লেয়ার্স ড্রাফটের মাত্র দু’দিন আগে করোনা আক্রান্ত হওয়ায় তার দল পাওয়া নিয়ে ছিল সংশয়। কিন্তু শেষ পর্যন্ত গাজী গ্রুপ চট্টগ্রাম তাকে দলে নেয়। দলের হয়ে দুই ম্যাচেই খেলেছেন তিনি। কিন্তু আজ তৃতীয় ম্যাচ থেকে পুরো টুর্নামেন্টেই আর খেলা হবে না। শনিবার জেমকন খুলনার বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় ডান হাতের আঙ্গুলে চোট পেয়েছিলেন। স্ক্যান করানোর পর গুরুতর ফ্র্যাকচার দেখা দেয়ায় মুমিনুল নিজেই জানিয়েছেন চলমান আসরে আর খেলা হচ্ছে না তার। দলের এক কর্মকর্তা আগেই এমনটা জানিয়েছিলেন। প্রথম দুই ম্যাচেই চট্টগ্রাম ৯ উইকেটের বড় জয় পায়। লিটন কুমার দাস ও সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে খুব বেশিক্ষণ উইকেটে থাকতে হয়নি মুমিনুলকে। তাছাড়া একেবারে ভারমুক্ত হয়েই খেলেছেন তিনি। প্রথম ম্যাচে ৮ ও দ্বিতীয় ম্যাচে ৫ রানে অপরাজিত ছিলেন। করোনার সঙ্গে লড়াই করে মাত্র ১০ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছিলেন। বঙ্গবন্ধু টি২০ মাঠে গড়ানোর আগেই টানা ৩ দিন অনুশীলন করে আবার নিজেকে প্রস্তুত করেছিলেন। কিন্তু শনিবার খুলনার বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান হাতের আঙ্গুলে আঘাত পান। এরপরও ব্যাটিং করতে নেমেছিলেন। তবে স্ক্যান করানোর পর নিশ্চিত হয়েছেন আঘাতটা গুরুতর, ফ্র্যাকচার হয়েছে। তাই পুরো টুর্নামেন্টেই আর খেলা হবে না তার। এ বিষয়ে মুমিনুল নিজেই বলেছেন, ‘হ্যাঁ ভাই, এই টুর্নামেন্ট আর খেলা হচ্ছে না। গতকাল (শনিবার) ম্যাচের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পেয়েছিলাম। স্ক্যান করিয়েছিলাম, ফ্র্যাকচার আছে। খুব দ্রুতই ডাক্তার দেখাব। এখন পুনর্বাসনের মধ্যে থাকতে হবে।’ এ বিষয়ে দলটির ফিজিও মোহাম্মদ এনামুল হক বলেছেন, ‘মুমিনুল বঙ্গবন্ধু টি২০ থেকে ছিটকে গেছে। ওর আঙ্গুলে ফ্র্যাকচার। এই ধরনের ফ্র্যাকচার থেকে সেরে উঠতে সাধারণত চার সপ্তাহ সময় লাগে।’ সুতরাং আজ ফরচুন বরিশালের বিরুদ্ধে ম্যাচ থেকেই মুমিনুলকে আর পাবে না চট্টগ্রাম।
×