ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনা-ঢাকার ঘুরে দাঁড়ানোর লড়াই

দুর্বার চট্টগ্রামকে আজ থামাতে পারবে বরিশাল?

প্রকাশিত: ২১:০৭, ৩০ নভেম্বর ২০২০

দুর্বার চট্টগ্রামকে আজ থামাতে পারবে বরিশাল?

মোঃ মামুন রশীদ ॥ প্লেয়ার্স ড্রাফটে দল গড়ার পর কাগজে-কলমে জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রামকে শক্তিশালী মনে হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু টি২০ কাপ মাঠে গড়ানোর পর কাগুজে হিসেবটা ঠিক থাকেনি ঢাকা ও খুলনার জন্য। ঢাকা দুই ম্যাচ খেলে জিততে পারেনি আর খুলনা জয় দিয়ে শুরু করলেও টানা দুই পরাজয় দেখেছে। এবার খুলনা ঘুরে দাঁড়াতে এবং ঢাকা প্রথম জয়ের সন্ধানে পরস্পরের মুখোমুখি হবে আজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিরুদ্ধে লড়বে ফরচুন গ্রুপ বরিশাল। ঢাকা-খুলনার মতো ভরাডুবি হয়নি শক্তিশালী চট্টগ্রামের। দুই ম্যাচেই ৯ উইকেটের বিশাল ব্যবধানে তারা জয় তুলে নিয়েছে অপর দুই শক্ত দল ঢাকা ও খুলনার বিরুদ্ধে। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুর্বার চট্টগ্রামকে থামানোর লড়াই বরিশালের। পরাজয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিয়েছে দলটি। আজ দুপুর ১টা ৩০ মিনিটে তারা শেরেবাংলায় মুখোমুখি হবে বিধ্বংসী চট্টগ্রামের। বঙ্গবন্ধু টি২০ কাপের প্রথম দুই ম্যাচেই শক্তিশালী দুই প্রতিপক্ষের বিরুদ্ধে নামতে হয়েছে চট্টগ্রামকে। কিন্তু মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে দারুণ শুরু হয়েছে তাদের অভিযান। প্রথম ম্যাচে ঢাকাকে ৯ উইকেটে বিধ্বস্ত করার পর দ্বিতীয় ম্যাচে খুলনাকেও একই ব্যবধানে হারিয়ে এখন রীতিমতো উড়ছে চট্টগ্রাম। দলের অন্যতম ৩ মহাতারকা লিটন কুমার দাস, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান দুর্দান্ত ফর্মে আছেন। দুই ম্যাচেই অবশ্য বোলাররা একেবারেই পানির মতো সহজ কাজ রেখে দিয়েছিলেন ব্যাটসম্যানদের জন্য। কাটার মাস্টার মুস্তাফিজ ছাড়াও শরিফুল ইসলাম তার দুর্দান্ত পেস দাপট দেখিয়েছেন। মোসাদ্দেক হোসেন সৈকতও দুই ম্যাচে দারুণ বোলিং করেছেন। তাই ব্যাটসম্যানরা চ্যালেঞ্জে পড়েননি। কঠিন দুই ম্যাচেই বড় জয়ে তাই এখন চলতি আসরে সবচেয়ে আত্মবিশ্বাসী দল চট্টগ্রাম। যদিও আজ নিজেদের তৃতীয় ম্যাচে নামার আগে দুঃসংবাদ পেয়েছে দলটি। অভিজ্ঞ মুমিনুল হক সৌরভ ইনজুরিতে, পুরো আসরেই খেলা হবে না তার। তবে সেসব নিয়ে আপাতত দুশ্চিন্তা নেই চট্টগ্রামের। কারণ মুমিনুলের বিকল্প রয়েছে দলটির এবং সেই বিকল্প খুব প্রয়োজন এখন পর্যন্ত দেখা দেয়নি লিটন-সৌম্য ফর্মে থাকায়। এমন দলকেই আজ ঠেকানোর চ্যালেঞ্জ বরিশালের। প্রথম ম্যাচে শেষ ওভারের ক্লাইম্যাক্সে খুলনার কাছে ৪ উইকেটে হারে দলটি। কিন্তু অধিনায়ক তামিম ইকবালের ৬১ বলে ৭৭ রানের হার না মানা ইনিংসে দ্বিতীয় ম্যাচে তারা মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ৫ উইকেটে হারিয়েছে। তামিম বড় রান পেয়েছেন এটি স্বস্তির খবর বরিশালের জন্য। বোলিংয়ে তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন। ব্যাটিংয়ে অবশ্য তামিম ব্যতীত পারভেজ হোসেন ইমন কিছুটা ভাল করেছেন। কিন্তু আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুর সুবিধা করতে পারেননি। আজ চট্টগ্রামের বিরুদ্ধে এই ঘাটতি পূরণ করতে না পারলে শোচনীয় হতে পারে বরিশালের অবস্থা। সন্ধ্যার ম্যাচে বিপাকে পড়া দুই দলের ঘুরে দাঁড়ানোর লড়াই। ঢাকা-খুলনা টানা দুই ম্যাচ হেরেছে। দল গঠনে শক্তিশালী হলেও টি২০ ক্রিকেটে তা যে খুব কার্যকর নয় ইতোমধ্যেই প্রমাণ পাওয়া গেছে। মুশফিকুর রহিমের নেতৃত্বে ঢাকা এখনও জয়ের মুখ দেখেনি। রাজশাহী ও চট্টগ্রামের কাছে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে তারা। ব্যাটিং-বোলিংয়ে সামঞ্জস্যপূর্ণ পারফর্মেন্স না থাকায় জিততে পারেনি দলটি। যদিও রুবেল হোসেন, নাঈম হাসান, মেহেদী হাসান রানাদের নিয়ে বোলিং এবং সাব্বির রহমান, নাইম শেখদের নিয়ে ব্যাটিং বিভাগটা ভালই তাদের। আজ সবার জ্বলে ওঠার চ্যালেঞ্জ দলকে প্রথম জয় এনে দেয়ার জন্য। প্রতিপক্ষ খুলনা প্রথম ম্যাচে আরিফুল হকের শেষ ওভারে ৪ ছক্কা হাঁকানোর নাটকীয়তায় বরিশালকে হারিয়ে শুরু করে। কিন্তু এরপর আর তারকাবহুল দলটি নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। সাকিব আল হাসান ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ একেবারেই নিষ্প্রভ। ইমরুল কায়েস, এনামুল হক বিজয়ও সুবিধা করতে পারেননি। বরং তরুণ শামীম পাটোয়ারি কিছুটা ফর্মে আছেন। শফিউল ইসলাম, আল-আমিন হোসেন ও হাসান মাহমুদকে নিয়ে গড়া বোলিং বিভাগটাও দারুণ। কিন্তু তারাও সেভাবে জ্বলে উঠতে পারেননি। টানা দুই ম্যাচে হার দেখার পর এখন ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এই অভিজ্ঞ ও পরীক্ষিত তারকাদের ফর্মে ফেরার আশায় দলটি।
×