ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুই মাথাওয়ালা বাছুর

প্রকাশিত: ২০:১৭, ৩০ নভেম্বর ২০২০

দুই মাথাওয়ালা বাছুর

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ আমরা জানি প্রকৃতির নিয়মানুসারে একটি গরুর একটি মাথা থাকে। সেখানে ব্যতিক্রম হিসেবে দেখা যাচ্ছে সদ্য জন্ম নেয়া একটি বাছুরের জোড়ালাগা দুটি মাথা, চারটি চোখ বাছুরটির দুই মাথাই কর্মক্ষম। জন্মের পর অদ্ভুত এই বাছুর দুই মুখ দিয়েই দুধ খেয়েছে। এমনই বিরল ঘটনা ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পল্লীতে। গাভীটির মালিক উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজি মিলনপুর মিলন বাজারের জসিম উদ্দিনের ছেলে মোসলেম উদ্দিন। মোসলেম উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় বাছুরটি জন্মেছে। এমন বাছুর যে তাদের বাড়ি জন্মাতে পারে, তা তিনি স্বপ্নেও ভাবেননি। সাদাকালো রংয়ের ফ্রিজিয়ান জাতের বাছুরটির জন্মের পর থেকেই খুবই দুর্বল।
×