ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ১৮:২৪, ২৯ নভেম্বর ২০২০

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে উত্থান-পতন থাকলেও শেষ ঘন্টার বীমা খাতের ক্রয় প্রেসারে বাড়তে থাকে সূচক। রবিবার লেনদেন শেষে সূচক কিছুটা বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। দিনশেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি ৮৮ লাখ ২৩ হাজার টাকা। রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১২০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৭টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৭৬৬ কোটি ২১ লাখ ৫১ হাজার টাকা। এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৮৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬৮৯ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৭৫৮ কোটি ৩৩ লাখ ২৮ হাজার টাকা। সে হিসেবে রবিবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি ৮৮ লাখ ২৩ হাজার টাকা। রবিবার ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমেকা লিমিটেড। কোম্পানিটির মোট ৪৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির ২৯ লাখ ৭৩ হাজার ২৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৩ কোটি ১১ লাখ টাকা। নর্দার্ণ ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৪৯ লাখ ৭৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ২০ লাখ টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নিটল ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার, রিলায়েন্স ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড। এদিকে রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৪ লাখ ৪৪ হাজার ৩৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৮৯ লাখ টাকা। এদিন ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। বেক্সিমকো ৩ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এসকে ট্রিমস ২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৫৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৫ লাখ ৫৬ হাজার টাকা।
×