ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকারী গাড়ি ফেরত দিলেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ১৭:৫৪, ২৯ নভেম্বর ২০২০

সরকারী গাড়ি ফেরত দিলেন ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার ॥ মন্ত্রী হিসেবে বরাদ্দ পাওয়া সরকারী গাড়ি ফেরত দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির। রবিবার মন্ত্রীর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সড়ক মন্ত্রীর অনুকূলে পরিবহন পুল থেকে টয়োটা করোলা হাইব্রিড মডেলের ঢাকা-মেট্রো-ভ-১১-১৮০২ নম্বর গাড়িটি বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু মন্ত্রী এই গাড়িটি ব্যবহার করতেন না। তাই রবিবার আনুষ্ঠানিকভাবে গাড়িটি পরিবহন পুলে ফেরত দেয়া হয়েছে। উল্লেখ্য এর আগেও পরিবহন পুল থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর জন্য বিএমডব্লিউ মডেলের ঢাকা মেট্রো-ভ-১১-১৯৪৭ নম্বর গাড়ি বরাদ্দ দেয়া হয়েছিল। সেটিও তিনি ফেরত দিয়েছেন। এছাড়া পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প থেকে সেতু পরিদর্শনের জন্য ঢাকা মেট্রো-ঘ-১৫-৮৩৪৮নম্বরের একটি জিপ বরাদ্দ দেয়া হয়েছিল। পদ্মা সেতু প্রকল্পের সেতুর কাজ প্রায় ৯২ভাগ শেষ হয়েছে। ৪১টি স্প্যানের মধ্যে ৩৯ টি স্প্যান ইতোমধ্যে বসানো হয়েছে। প্রকল্পের কাজ শেষপ্রান্তে হওয়ায় মন্ত্রীর পক্ষ থেকে এ গাড়িটিও পদ্মা সেতু প্রকল্প কর্তৃপক্ষের কাছে ফেরত দেয়া হয়েছে বলে জানা গেছে।
×