ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীর জয়রথ থামাল বরিশাল

প্রকাশিত: ০০:৩৫, ২৯ নভেম্বর ২০২০

রাজশাহীর জয়রথ থামাল বরিশাল

মোঃ মামুন রশীদ ॥ বঙ্গবন্ধু টি২০ কাপে শনিবার রাতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ফরচুন বরিশাল। টানা দুই জয় পাওয়া রাজশাহীকে ৫ উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাট করে কামরুল ইসলাম রাব্বির পেস দাপটে ৯ উইকেটে ১৩২ রানের সংগ্রহ পায়। রাব্বি ২১ রানে ৪ উইকেট নেন। জবাবে তামিম ইকবালের ৬১ বলে ৭৭ রানের হার না মানা দুর্দান্ত ইনিংসে ৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় বরিশাল। ১৯ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তোলে তারা। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ভালই শুরু করেছিল রাজশাহী। রান তোলার গতি ধীর থাকলেও নাজমুল হোসেন শান্ত ও আনিসুল ইসলাম ইমন ৩৯ রান তোলেন পাওয়ার প্লে’র ৬ ওভারে। আবু জায়েদ রাহী সপ্তম ওভারের প্রথম বলে শান্তকে (১৯ বলে ২৪) সাজঘরে ফেরান। পরের ৪ ওভারে ধস নামে রাজশাহী ইনিংসে। সাজঘরে ফেরেন রনি তালুকদার (৬), দুর্ভাগ্যজনক রানআউটে মোহাম্মদ আশরাফুল (৬), আনিসুল (২৭ বলে ২৪) ও নুরুল হাসান সোহান ০ (২)। মাত্র ৩ রানে ৩ উইকেট হারানোর পর শেখ মাহেদি হাসান ২৩ বলে ৩ ছক্কায় ৩৪ ও ফজলে রাব্বি ৩২ বলে ৩১ রানের দুটি ইনিংস খেললে সম্মানজনক পুঁজি পায় রাজশাহী। তবে কামরুলের পেস দাপটে শেষদিকে মড়ক লাগলে বড় সংগ্রহ পায়নি তারা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান তোলে তারা। কামরুল মাত্র ২১ রানে ৪ উইকেট নেন। জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই মিরাজের (১) উইকেট হারায় বরিশাল। এরপরও পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে ১ উইকেটে ৫৩ রান তোলে তারা। মূলত মাহেদির করা পঞ্চম ওভারে ২৩ এবং রেজাউর রহমানের ষষ্ঠ ওভারে ১৩ রান গতি বাড়ায় বরিশাল ইনিংসের। মাহেদিই ১৭ বলে ৩ চার, ১ ছক্কায় ২৩ করা পারভেজ হোসেন ইমনকে সাজঘরে ফেরান বোল্ড করে। ফলে ৪৫ বলে ৬১ রানের জুটি ভাঙ্গে। দীর্ঘদিন পর দারুণ খেলছিলেন তামিম, তার সঙ্গে জুটি বাঁধেন তৌহিদ হৃদয়। টি২০ ক্যারিয়ারের ৩৮তম ফিফটি তুলে নেন তামিম ৪৫ বলে। দু’জনের ৩৪ রানের জুটি ভাঙ্গেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। ২৪ বলে ১ ছক্কায় ১৭ করে সাজঘরে ফেরেন হৃদয়। এরপর আফিফ হোসেনও ব্যর্থতার বৃত্ত ভাঙ্গতে পারেননি, শূন্য রানেই সাজঘরে ফিরেছেন মুগ্ধর বলে। ইরফান শুক্কুরও রান আউট হয়ে যান (৩)। কিন্তু দলকে জিতিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক তামিম। তিনি ৬১ বলে ১০ চার, ২ ছক্কায় ৭৭ রানে অপরাজিত থাকেন। ১ ওভার আগেই জয় তুলে নেয় বরিশাল। ২ উইকেট নেন মুগ্ধ। স্কোর ॥ মিনিস্টার গ্রুপ রাজশাহী ইনিংস- ১৩২/৯; ২০ ওভার (মাহেদি ৩৪, ফজলে রাব্বি ৩১, শান্ত ২৪, আনিসুল ২৪; কামরুল ৪/২১, মিরাজ ২/১৮)। ফরচুন বরিশাল ইনিংস- ১৩৬/৫; ১৯ ওভার (তামিম ৭৭*, ইমন ২৩; মুগ্ধ ২/২৭)। ফল ॥ ফরচুন বরিশাল ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ তামিম ইকবাল (ফরচুন বরিশাল)।
×