ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অধ্যাপক ডাঃ অশোক কুমার পাল পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত

প্রকাশিত: ২৩:২৩, ২৯ নভেম্বর ২০২০

অধ্যাপক ডাঃ অশোক কুমার পাল পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত

সরকার সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে, কমিশনের নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ অশোক কুমার পালকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (জীব বিজ্ঞান) পদে চলতি দায়িত্বে নিয়োগ দান করেছেন। অধ্যাপক পাল সাতক্ষীরা জেলার তালা থানার কানাইদিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালের ১ মার্চ, মেডিক্যাল অফিসার হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন, খুলনায় যোগদান করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে নিউক্লিয়ার মেডিসিনের ওপর স্নাতোকোত্তর ডিপ্লোমা এবং যুক্তরাজ্য, জাপান, যুক্তরাষ্ট্র, জার্মানী, সিঙ্গাপুর, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভারত, কোরিয়া, চীনসহ কয়েকটি দেশের উন্নত হাসপাতাল থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং অন্যান্য সংস্থা থেকে প্রাপ্ত ফেলোশিপের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। দেশী ও আন্তর্জাতিক জার্নালে তার প্রায় ১০০ গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। -বিজ্ঞপ্তি
×