ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধর্মীয় উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে ॥ ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ২৩:২৩, ২৯ নভেম্বর ২০২০

ধর্মীয় উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে ॥ ওয়ার্কার্স পার্টি

স্টাফ রিপোর্টার ॥ মসজিদের নগরীতে কোন ভাস্কর্য নির্মাণ করতে দেয়া হবে না। যদি তা করা হয় তাহলে টেনে হিঁচড়ে ফেলে দেয়ার হুমকি দিচ্ছে সাম্প্রদায়িক সংগঠন হেফাজত নেতা বাবুনগরী ও মামুনুল। জাতির পিতার ভাস্কর্য নির্মাণ নিয়ে নতুন করে আবারও মাঠে নেমেছে সাম্প্রদায়িক গোষ্ঠী। শনিবার খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী বলেছেন, আলেম-ওলামাদের দেশে মূর্তি সংস্কৃতি চলতে দেয়া হবে না। এসব বক্তব্যকে সংবিধান ও রাষ্ট্রবিরোধী আখ্যা দিচ্ছেন বিশিষ্টজনরা। তবে সরকারের পক্ষ থেকে এসব অপরাধীর বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা না নেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। হেফাজতের ভাস্কর্যবিরোধী বক্তব্যের প্রেক্ষিতে শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভাস্কর্য নিয়ে শান্তি বিনষ্ট করলে কঠোর হাতে দমন করা হবে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তান হতে দেব না। তবে বরাবরের মতো এবারও হেফাজতের মতো সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে সোচ্চার ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি।
×