ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বের সবচেয়ে দামী ব্যাগ!

প্রকাশিত: ২২:৪৫, ২৯ নভেম্বর ২০২০

বিশ্বের সবচেয়ে দামী ব্যাগ!

বিশ্বজুড়ে নানা ধরনের দামী জিনিসপত্র রয়েছে। যার আকাশছোঁয়া দাম শুনলে মাথায় হাত উঠবে। এগুলো কেউ বানান বা কেনেন নিজের শখ পূরণ করতে। আবার অনেকেই আছেন যারা দামী কোন জিনিস তৈরি এবং তা বিক্রির মাধ্যমে সমাজ তথা পুরো পৃথিবীর মানব জাতিকে কোন বার্তা দিয়ে যেতে চান। আর এমনই কিছু জিনিস আমাদের চারপাশে অনেক রয়েছে যেগুলো তাদের নিজ বৈশিষ্ট্য এবং গুণে গিনেজ বুকে জায়গা করে নিয়েছে। ঠিক তেমনই ইতালিতে তৈরি হয়েছে নারীদের জন্য ব্যবহৃত এমনই একটি হ্যান্ডব্যাগ, যা বিশ্বের লাক্সারি আইটেমগুলোর মধ্যে সবচেয়ে দামী হিসেবে চিহ্নিত হয়েছে। মূলত, ব্যাগটির নক্সা, কারুকাজ ও চামড়ার কোয়ালিটির ওপর নির্ভর করে এর দাম নির্ধারণ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে দামী ওই হ্যান্ডব্যাগটির মূল্য ৫৩ লাখ পাউন্ড। জানা গেছে, ইতালির ব্রান্ডেড কোম্পানি বোলোনাভিত্তিক বোয়ারিনি মিলানেসি তিনটি পার্ভা এমিয়া ব্যাগ তৈরি করেছে। যার জন্য প্রায় এক হাজার ঘণ্টা কাজ করতে হয়েছে। তাও আবার প্রতি ব্যাগ পিছু। কুমিরের চামড়া দিয়ে তৈরি হ্যান্ডব্যাগটি ১০??টি সাদা স্বর্ণের প্রজাপতি দিয়ে সজ্জিত। এর মধ্যে চারটি হীরা, তিনটি নীলকান্তমণি ও বিরল প্যারাইবা টুরমলাইনস দিয়ে কাজ করা হয়েছে। ব্যাগটির মোট ওজন ১৩০ ক্যারেটেরও বেশি। এটিতে একটি ডায়মন্ড পাভ ক্লপও রয়েছে। ব্যাগের নক্সা থেকে শুরু করে দাম নির্ধারণ সবকিছুই সমুদ্র থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছে। এছাড়াও ওই ব্যাগ তিনটি বিক্রির পর যে অর্থ আয় হবে তা সমুদ্রের পরিবেশকে প্লাস্টিক মুক্ত ও দূষণ রোধের কাজে ব্যবহার করা হবে। -হিন্দুস্তান টাইমস
×