ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইজিপির নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় গুজব

প্রকাশিত: ০০:৪০, ২৮ নভেম্বর ২০২০

আইজিপির নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় গুজব

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নাম ব্যবহার করে গ্রেফতার বা ওয়ারেন্ট সংক্রান্ত যে বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে তা নিছক ‘গুজব’। প্রকৃতপক্ষে আইজিপির পক্ষ থেকে এমন কোন বার্তা দেয়া হয়নি। বাংলাদেশ পুলিশের এক প্রেসনোটের মাধ্যমে সবাইকে এই গুজব বার্তায় বিভ্রান্ত না হওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার রাতে পুলিশ সদর দফতর থেকে এক বার্তায় সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন। বার্তায় উল্লেখ করা হয়, প্রকৃতপক্ষে এটি আইজিপির কোন বার্তা নয়, নিছক গুজব। এ ধরনের গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ উল্লেখ করে বলা হয়েছে, কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।
×