ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী চোরাগোপ্তা হামলায় নিহত

প্রকাশিত: ০০:২৯, ২৮ নভেম্বর ২০২০

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী চোরাগোপ্তা হামলায় নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ ইরানের সবচেয়ে উর্ধতন পরমাণু বিজ্ঞানী মহসেন ফকিরজাদেহ রাজধানী তেহরানের কাছে চোরাগোপ্তা হামলায় নিহত হয়েছেন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, সশস্ত্র ঘাতকরা মহসেনের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। কূটনীতিকরা তাকে ‘ইরানের বোমার জনক’ আখ্যা দিয়েছিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ মহসেন হত্যার ঘটনাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বলে নিন্দা করেছেন। বিবিসি জানায়, মহসেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন সংগঠনের প্রধান ছিলেন। শুক্রবার মন্ত্রণালয় রাষ্ট্রীয় গণমাধ্যমে এক বিবৃতিতে বলেছে, সশস্ত্র সন্ত্রাসীরা তার গাড়ির ওপর গুলি চালালে তাদের সঙ্গে মহসেনের দেহরক্ষীদের সংঘর্ষ হয়। এতে মহসেন মারাত্মক আহত হলে তাকে দ্রুত হাসপাতালেও নেয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত, চিকিৎসক দল তাকে বাঁচাতে পারেনি। ইরানের আধা-সরকারী সংবাদ সংস্থা ফার্স জানায়, তেহরান থেকে কিছুটা দূরের শহর আবজার্দে বিজ্ঞানী মহসেনের গাড়ির ওপর গুলি চালানোর আগে সন্ত্রাসীরা আরেকটি গাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে। মহসেন ফকিরজাদেহ’র খুনীদের ওপর পাল্টা হামলার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এক সামরিক উপদেষ্টা ও সেনা কমান্ডার হোসেইন দেগান।
×