ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে যুদ্ধাপরাধের দায়ে ১৩ অস্ট্রেলীয় সেনা বরখাস্ত

প্রকাশিত: ২০:০৬, ২৮ নভেম্বর ২০২০

আফগানিস্তানে যুদ্ধাপরাধের দায়ে ১৩ অস্ট্রেলীয় সেনা বরখাস্ত

আফগানিস্তানে যুদ্ধাপরাধের অভিযোগে রিপোর্ট প্রকাশের পর অস্ট্রেলিয়া সেনাবাহিনী তাদের ১৩ সেনা সদস্যকে বরখাস্ত করেছে। প্রসিকিউটররা বিশ্বাস করেন, তারা সেখানে যুদ্ধাপরাধ করেছে। সেনাবাহিনী প্রধান রিক বুর বলেছেন, এই সেনা সদস্যদের ব্যাপারে সেখানে প্রশাসনিক পদক্ষেপের নোটিস দেয়া হয়েছে, জবাব দিতে ব্যর্থ হলে দুই সপ্তাহের মধ্যে তাদের বরখাস্ত করা হবে। গত সপ্তাহে প্রকাশিত বছরব্যাপী এক তদন্ত রিপোর্টে বলা হয়, অস্ট্রেলিয়ান এলিট ফোর্স আফগানিস্তানে বেআইনীভাবে ৩৯ বেসামরিক ব্যক্তি এবং বন্দীকে হত্যা করেছে। রিপোর্টে ১৯ জনকে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে হস্তান্তর এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।-বিবিসি
×