ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টিকা মূল্যায়নে নিয়ন্ত্রক সংস্থাকে নির্দেশ দিল ব্রিটিশ সরকার

প্রকাশিত: ২০:০৫, ২৮ নভেম্বর ২০২০

টিকা মূল্যায়নে নিয়ন্ত্রক সংস্থাকে নির্দেশ দিল ব্রিটিশ সরকার

চলতি বছরের শেষ নাগাদ করোনাভাইরাস ভ্যাকসিন প্রয়োগের আনুষ্ঠানিক অনুমোদনের অংশ হিসেবে এ্যাস্ট্রাজেনিকার করোনা ভ্যাকসিন মূল্যায়নে ব্রিটিশ সরকার শুক্রবার দেশটির স্বাধীন ওষুধ নিয়ন্ত্রককে নির্দেশ দিয়েছে। গত বছরের ডিসেম্বরে চীন থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বে এ পর্যন্ত ১৪ লাখের বেশি লোকের মৃত্যু হয়েছে এবং এই মহামারী প্রতিরোধে এখন পর্যন্ত তিনটি ওষুধ কোম্পানি ফাইজার/বায়োএনটেক, মডার্না এবং এ্যাস্ট্রাজেনিকা/অক্সফোর্ড যথাসম্ভব ডিসেম্বরের প্রথম দিকে ভ্যাকসিন প্রয়োগের অনুমতি চেয়ে আবেদন করেছে। ব্রিটিশ সরকার সে দেশের আইন অনুযায়ী ভ্যাকসিন অনুমোদনে স্বাধীন মেডিসিন এ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সিকে (এমএইচআরএ) সবুজ সংকেত দিয়েছে।-রয়টার্স
×