ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেহবুবা মুফতি ফের আটক

প্রকাশিত: ২০:০৫, ২৮ নভেম্বর ২০২০

মেহবুবা মুফতি ফের আটক

মুক্তির মাত্র দেড় মাসের মাথায় কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে আটক করেছে ভারত সরকার। গৃহবন্দী করা হয়েছে তার মেয়ে ইলতিজা মুফতিকেও। পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) নেত্রী মেহবুবা শুক্রবার নিজেই টুইট করে বিষয়টি জানিয়েছেন। উপত্যকার জেলা উন্নয়ন পরিষদের (ডিডিসি) নির্বাচনের আগে তাকে আটক করা হলো। খবর আনন্দবাজার অনলাইনের। সন্ত্রাসবাদের সঙ্গে যোগসাজশের অভিযোগে পিডিপির নেতা ওয়াহিদ পারাকে গ্রেফতার করে এনআইএ। ওয়াহিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাওয়াতেই তাদের বন্দী করা হয়েছে বলে অভিযোগ মেহবুবার। নিজের টুইটার হ্যান্ডলে কাশ্মীরী নেত্রী লেখেন, ফের বেআইনীভাবে আটক করা হয়েছে আমাকে। গত দু’দিন ধরে পুলওয়ামায় ওয়াহিদের পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছিল না জম্মু ও কাশ্মীর প্রশাসন। বিজেপির মন্ত্রী এবং তাদের অনুচরদের কাশ্মীরে অবাধ বিচরণের অনুমতি রয়েছে। শুধু আমার বেলাতেই নিরাপত্তার দোহাই। ওয়াহিদের পরিবারের সঙ্গে দেখা করতে চাওয়ায় তার মেয়েকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মেহবুবা।
×