ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পারস্য উপসাগরে ইরানের মহড়া

প্রকাশিত: ২০:০৪, ২৮ নভেম্বর ২০২০

পারস্য উপসাগরে ইরানের মহড়া

পারস্য উপসাগরে মহড়া চালিয়েছে ইরান। বৃহস্পতিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজ এ মহড়া চালায়। পারস্য উপসাগরীয় উপকূলবর্তী অঞ্চল এবং কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এলাকায় এ নৌ মহড়া চালানো হয়। খবর পার্সটুডে অনলাইনের। এ সময় আইআরজিসির নৌ শাখার কমান্ডার রিয়ার এ্যাডমিরাল আলিরেজা তাংসিরি উপস্থিত ছিলেন। এতে বাসিজের যোদ্ধারা এক হাজারের বেশি হালকা এবং মধ্যম মানের ভারি নৌযান ব্যবহার করে। ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনির নির্দেশে স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজ প্রতিষ্ঠা করা হয়। ট্রাম্পের পরাজয় মানেই ইরানের বিজয়- রুহানি ॥ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় মানেই হলো ইরানের বিজয়। দেশটির মন্ত্রিসভায় বুধবার এক ভাষণে রুহানি এ মন্তব্য করেন। ট্রাম্প প্রশাসন গত তিন বছর ধরে অন্যায়ভাবে ইরানের অর্থনীতিকে পঙ্গু করতে অন্যায়ভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে দাবি করেন ইরানী প্রেসিডেন্ট। তিনি আশা করেন, বাইডেন প্রশাসন মার্কিন ইমেজ পুনরুদ্ধার করতে মিথ্যা অভিযোগে ট্রাম্পের আমলে আরোপ করা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। হোয়াইট হাউসে বাজতে শুরু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের ঘণ্টা। নাটকীয় নানা কর্মকাণ্ডের মাধ্যমে গত চার বছর প্রায় প্রতিদিন প্রেসিডেন্ট ভবন মাতিয়ে রেখেছিলেন তিনি। এমন কম দিনই গেছে, যেদিন সংবাদের শিরোনাম হননি।
×